Fire in Howrah: গভীর রাতে হাওড়া মঙ্গলাহাটে বিধ্বংসী আগুন, পুড়ে ছাই কয়েক শো দোকান
বৃহস্পতিবার রাত ১টা নাগাদ আগুন লাগে হাওড়া থানা সংলগ্ন মঙ্গলাহাটে। প্রথমে কয়েকজন স্থানীয়ের চোখে পড়ে সেই আগুন। তাঁরা দেখেন, দাউ দাউ করে জ্বলছে মঙ্গলাহাটের কয়েকটি দোকান।
হাওড়া, ২১ জুলাইঃ হাওড়া থানা সংলগ্ন মঙ্গলাহাটে বিধ্বংসী আগুন (Howrah Mangalhat Market Fire)। পুড়ে ছাই হয়ে গিয়েছে হাটের কয়েক শো দোকান। বৃহস্পতিবার গভীর রাতে আগুন লাগে হাওড়া থানা সংলগ্ন মঙ্গলাহাটে। আগুন লাগার খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছেছে দমকল বাহিনী। শুক্রবার ভোর অবধি চলেছে আগুন নেভানোর কাজ। ১২টি দমকল ইঞ্জিন রয়েছে সেখানে। হাটের ভয়াবহ এই অগ্নিকাণ্ডে লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে আগুন লাগার কারণ এখনও অজানা। হাটে আগুন লাগার ঘটনাটি গভীর রাতে হওয়ার ফলে দুর্ঘটনায় অন্যান্য ক্ষয়ক্ষতি হলেও হতাহতের খবর মেলেনি।
এক দমকল আধিকারিক সূত্রে খবর, বৃহস্পতিবার রাত ১টা নাগাদ আগুন লাগে হাওড়া থানা সংলগ্ন মঙ্গলাহাটে। প্রথমে কয়েকজন স্থানীয়ের চোখে পড়ে সেই আগুন। তাঁরা দেখেন, দাউ দাউ করে জ্বলছে মঙ্গলাহাটের কয়েকটি দোকান। সঙ্গে সঙ্গে তাঁরা খবর দেন হওড়া থানায়। থানা খবর দেয় দমকলে। এরপরেই একে একে ১২টি দমকলের ইঞ্জিন এসে পৌঁছয় ঘটনাস্থলে। শুরু হয় আগুন নেভানোর কাজ। শুক্রবার ভোর হওয়ার পরেও চলেছে আগুন নেভানো।
মাঝ রাতে দাউ দাউ করে জ্বলছে মঙ্গলাহাট...
হাটের দোকান ঘরগুলো বাঁশ ও কাঠের কাঠামো দিয়ে তৈরি হওয়ায় আগুন দ্রুত ছড়িয়েছে বলেই জানান দমকল আধিকারিক। মুহূর্তের মধ্যে পুড়ে ছাই হয়ে গিয়েছে ১ হাটের এক হাজারেরও বেশি দোকান। মঙ্গলাহাটে আগুন লাগার কারণ তদন্ত করছে হাওয়া সিটি থান পুলিশ।