Fire in Kolkata: পোদ্দার কোর্টের কাছে পোলক স্ট্রিটে বহুতলে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ৬ টি ইঞ্জিন

সোমবার পোদ্দার কোর্টের কাছে পোলক স্ট্রিটে বহুতলে ভয়াবহ আগুন লাগে। ঘটনাস্থলে দমকলের ৬টি ইঞ্জিন এসে পৌঁছয়। আগুনের শিখা ও কালো ধোঁয়া বহুতলের একটি ফ্লোর থেকে বেরিয়ে আসতে দেখা যায়। আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন দমকলকর্মীরা। পাশাপাশি আগুন যাতে অন্যত্র ছড়িয়ে না পড়ে সেই চেষ্টাও চালানো হচ্ছে। তাঁরা উত্সস্থলে পৌঁছনোর চেষ্টা করছেন।

পোলক স্ট্রিটে বহুতলে ভয়াবহ আগুন (Picture Source: ANI)

কলকাতা, ১০ অগস্ট: সোমবার পোদ্দার কোর্টের (Poddar Court) কাছে পোলক স্ট্রিটে (Pollock Street) বহুতলে ভয়াবহ আগুন লাগে। ঘটনাস্থলে দমকলের ৬টি ইঞ্জিন এসে পৌঁছয়। আগুনের শিখা ও কালো ধোঁয়া বহুতলের একটি ফ্লোর থেকে বেরিয়ে আসতে দেখা যায়। আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন দমকলকর্মীরা। পাশাপাশি আগুন যাতে অন্যত্র ছড়িয়ে না পড়ে সেই চেষ্টাও চালানো হচ্ছে। তাঁরা উত্সস্থলে পৌঁছনোর চেষ্টা করছেন। বহুতলের বিদ্যুত্ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। বহুতলে রয়েছে একাধিক অফিস ও ব্যাঙ্কের শাখা।

ভেঙে পড়েছে বহুতলের ক্ষতিগ্রস্ত অংশের শেড। ভেতরে কেউ আটকে রয়েছে কিনা, তা এখনও নিশ্চিত নয়। ঘিঞ্জি এলাকায় এই অগ্নিকাণ্ডে আতঙ্ক ছড়িয়েছে স্থানীয়দের মধ্যে। আজ বিকেলের দিকে আগুন লাগতে দেখা যায়।