Adhir Ranjan Chowdhury: আবারও বিক্ষোভের মুখে পড়লেন অধীর রঞ্জন চৌধুরী! উঠল গো ব্যাক স্লোগান, তৃণমূলের দিকে চক্রান্তের অভিযোগ কংগ্রেসের
মুর্শিদাবাদ মেডিকেলর পর এবার নওদা। প্রচারে বেরিয়ে ফের বিক্ষোভের মুখে পড়লেন কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরী (Adhir Ranjan Chowdhury)। তবে এবার সংযম না হারিয়ে গাড়ির ভেতরেই বসে থাকলেন বর্ষীয়ান রাজনীতিবিদ। বিক্ষোভকারীদের দাবি, বিগত ৫ বছরে এলাকায় দেখা যায়নি অধীর চৌধুরিকে। এলাকার উন্নয়ন কিছুই করেননি তিনি। তাই গো ব্যাক স্লোগান দিয়েছেন সাংসদকে দেখে।
এদিকে কংগ্রেস নেতাদের অভিযোগ, এই সমস্ত কিছুই তৃণমূলের চক্রান্ত। জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে তাঁরা। তবে অধীর চৌধুরীকে যত এরকম আক্রমণ করবে তত তাঁর শক্তি বাড়বে। মানুষ কংগ্রেস নেতার পক্ষেই রায় দেবে। এদিন নওদার জনসভায় বিশৃঙ্খলার মধ্যে অধীরকে মেজাজ হারাতে দেখা যায়নি। তবে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আর তারপর আবারও প্রচারকার্য চালিয়ে যান অধীর চৌধুরী।
সপ্তাহখানেক আগে মুর্শিদাবাদ মেডিকেলে সামনে তৃণমূল সমর্থকেরা অধীরের প্রচারে সামনে বিক্ষোভ দেথিয়েছিল। তখন মেজাজ হারিয়ে গাড়ি থেকে নেমে এক সমর্থকের ওপর চড়াও হয়েছিলেন তিনি। সেই সময় পরিস্থিতি বেশ বড় পর্যায়ে পৌঁছে যায়। শেষে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।