TMC Leader Mahua Moitra: সংসদ থেকে বহিষৃত মহুয়া মৈত্রের মামলা শুনবে দিল্লি হাইকোর্ট
বিশৃঙ্খলা তৈরি ও অর্থের বদলে প্রশ্ন করার অভিযোগে শীতকালীন অধিবেশন থেকে বহিষ্কার করা হয়েছে তৃণমূল কংগ্রেসের কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্রকে। এই নির্দেশে বিরুদ্ধে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হন মহুয়া মৈত্র।
কলকাতা: বিশৃঙ্খলা তৈরি ও অর্থের বদলে প্রশ্ন করার অভিযোগে শীতকালীন অধিবেশন থেকে বহিষ্কার করা হয়েছে তৃণমূল কংগ্রেসের কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্রকে (Expelled TMC MP Mahua Moitra)। এই নির্দেশে বিরুদ্ধে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হন মহুয়া মৈত্র। দিল্লি হাইকোর্টে ( Delhi High Court) বিচারপতি গিরিশ কাথপালিয়ার (Justice Girish Kathpaliya) বেঞ্চে এই মামলার শুনানি হবে। আরও পড়ুন: অযোধ্যার রাম মন্দিরে শুরু গৃহপ্রবেশের অনুষ্ঠান, দেখুন ভিডিয়ো
Expelled TMC MP Mahua Moitra matter is listed before the bench of Justice Girish Kathpaliya in Delhi High Court.
এর আগে উচ্ছেদের আদেশের (eviction order) বিরুদ্ধে আগেই হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন বহিষ্কৃত তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। তিনি সম্প্রতি ১৬ জানুয়ারি একটি উচ্ছেদের আদেশ পেয়েছেন।
তৃণমূল কংগ্রেসের সাংসদ মহুয়া মৈত্রের আগের আবেদন প্রত্যাহার করা হয়েছিল এবং তাঁকে এস্টেট অফিসারের (Estate officer) কাছে যেতে বলা হয়েছিল। আরও পড়ুন: PM Modi: ২১ জানুয়ারি সন্ধায় বেলায় অয্যোধ্য পৌঁছবেন মোদি, এক নজরে দেখে নিন প্রধানমন্ত্রীর সফর সূচি