Saradha chit fund case: রক্ষাকবচের মেয়াদ বাড়াতে সুপ্রিম কোর্টে আবেদন রাজীব কুমারের

শেষ দফা ভোটের আগেই রাজ্য থেকে দিল্লির কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকে পাঠানো হয় কলকাতার প্রাক্তন পুলিস কমিশনার রাজীব কুমারকে।

রক্ষাকবচ বাড়ানোর আবেদন রাজীব কুমারের | (Photo Credits: IANS)

২০মে, ২০১৯: শেষ দফা ভোটের আগেই রাজ্য থেকে দিল্লির কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকে পাঠানো হয় কলকাতার প্রাক্তন পুলিস কমিশনার রাজীব কুমারকে(Rajib Kumar)। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকেই কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে তাঁকে। এরই মধ্যে সারদা মামলায়(Saradha Chitfund case) শীর্ষ আদালতে (Supreme Court) রাজীব কুমারকে গ্রেপ্তারির দাবিতে আবেদন জানায়। শীর্ষ আদালত সিবিআইয়ের সেই আবেদন খারিজ করে জানায় সাত দিনের মধ্যে রাজীবকে গ্রেপ্তার করতে পারবে না সিবিআই(CBI)। তবে রাজীবকে সাতদিনের মধ্যে আইনি পদক্ষেপ করার সময় দেড় বিচারপতি।

সেই নির্দেশের পরেই সোমবার ফের আদালতে সেই মেয়াদ বাড়ানোর আবেদন জানান রাজীব কুমার।

আদালতে রাজীব জানিয়েছেন পশ্চিমবঙ্গে আইনজীবীদের কর্মবিরতি চলছে সেকারণে এই মুহূর্তেই তাঁর পক্ষে আইনি পদক্ষেপ করা সম্ভব নয়। সেকারণে এখনই জামিনের আবেদন জানাতে পারবেন না তিনি। তাই আরও কিছু সময় প্রয়োজন বলে আদালতে জানিয়েছেন তিনি।

এর আগেও রাজীব কুমারকে গ্রেপ্তারের দাবি জানিয়েছিল সিবিআই। কিন্তু সেই আবেদন খারিজ করে শিলংয়ে তাঁকে জেরা করার অনুমতি দেয় আদালত। সেই মতো শিলংয়ের তাঁকে নিয়ে গিয়ে জেরা করা হয়।