Egra Blast: বিস্ফোরণ কাণ্ডের জের, নবান্নের নির্দেশে বদলে গেল এগরা থানার ওসি!

শুক্রবার সকালেই খবর পাওয়া যায় ওড়িশায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে এগরা বাজি কারখানায় বিস্ফোরণ কাণ্ডের মূল অভিযুক্ত ভানু বাগ। আর দুপুরে পাওয়া গেল বর্তমানে খবরের শিরোনামে থাকা পূর্ব মেদিনীপুরের এগরা থানার অফিসার ইনচার্জ বদলি হওয়ার খবর।

ফাইল ফটো (Egra Bomb Blast Photo Credit: Twitter@ians_india)

এগরা: শুক্রবার সকালে খবর পাওয়া যায় ওড়িশায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে এগরা বাজি কারখানায় বিস্ফোরণ কাণ্ডের (Egra firecracker unit blast case) মূল অভিযুক্ত ভানু বাগ। আর দুপুরে পাওয়া গেল বর্তমানে খবরের শিরোনামে থাকা পূর্ব মেদিনীপুরের (East Medinipur) এগরা থানার ইন্সপেক্টর ইনচার্জ (Egra Police Station Inspector in-charge) বদলি হওয়ার খবর।

সংবাদ সংস্থা এএনআই সূত্রে জানা গেছে, এগরা থানার ইন্সপেক্টর ইনচার্জ মৌসম চক্রবর্তীকে (Mousam Chakraborty) ট্রান্সফার করা হয়েছে (transferred)। আর তাঁর জায়গায় এগরা থানার ইন্সপেক্টর ইনচার্জের দায়িত্ব দেওয়া হয়েছে (appointed) স্বপন গোস্বামীকে (Swapan Goswami)।

বৃহস্পতিবারই এগরা কাণ্ডে মূল অভিযুক্ত ভানুর ছেলে এবং ভাইপোকে আটক করেছিল পুলিশ। সূত্রের খবর, ছেলের নাম পৃথ্বীজিৎ বাগ ও ভাইপোর নাম ইন্দ্রজিৎ বাগ। সিআইডি সূত্রে জানা যায়, বিস্ফোরণের দিন একটি মোটরসাইকেলে করে আহত অবস্থায় ভানু ও তার ছেলে এবং ভাইপো ওড়িশায় পালিয়ে যায়। এরপরেই ওড়িশার কটকের রুদ্র হাসপাতালে ভর্তি করা হয় ভানুকে। হাসপাতাল সূত্রে খবর, তার শরীরের ৭০ শতাংশ পুড়ে গিয়েছিল। গুরুতর আহত থাকায় ভানুকে হাসপাতালে রাখা হয়েছিল। পরে বৃহস্পতিবার রাতেই চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় তার। আরও পড়ুন: Primary Teacher: এখনই চাকরি যাচ্ছে না ৩২ হাজার প্রাথমিক শিক্ষকের, ডিভিশন বেঞ্চের রায়ে স্বস্তি