Sukanya Mondal: ফের তলব এড়ালে অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যার বিরুদ্ধে কড়া পদক্ষেপের ইঙ্গিত ইডি-র
গরু পাচার কাণ্ডের তদন্তে তৃণমূল কংগ্রেস নেতা অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যা মণ্ডলকে বারবার তলব করছে ইডি।
নতুন দিল্লি, ১৮ মার্চ: গরু পাচার কাণ্ডের তদন্তে তৃণমূল কংগ্রেস নেতা অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যা মণ্ডলকে বারবার তলব করছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। কিন্তু বিভিন্ন কারণ দেখিয়ে সুকন্যা দিল্লিতে ইডি-র হাজির এড়িয়ে যাচ্ছেন, এমনই অভিযোগ। আগামী ২০ মার্চের মধ্যে বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রতর মেয়ে সুকন্যা-কে (Sukanya Mondal) হাজির হতে নির্দেশ দেওয়া।
এবার যদি সুকন্যা মণ্ডল হাজিরা এড়িয়ে যান, তাহলে কড়া পদক্ষেপ নেওয়া হবে বলে ইঙ্গিত ইডি-র।
দেখুন টুইট
গরু পাচার তদন্তে দিল্লিতে অনুব্রত মণ্ডলকে নিজেদের হেফাজতে রেখেছে ইডি। পাশাপাশি সুকন্যা মণ্ডল সহ মোট ১২ জনকে দিল্লিতে তলব করেছে ইডি। গত বছর অগাস্টে অনুব্রতকে গ্রেফতার করেছিল ইডি।