Coal Smuggling Scam: কয়লা কেলেঙ্কারিতে আজ ইডি-র তলব, সিজিও কমপ্লেক্সে যাবেন অভিষেক?

দিল্লির পর এবার কয়লা কাণ্ডে (Coal Smuggling Scam) তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করল ইডি।

Abhishek Banerjee (Photo Credit: Instagram)

কলকাতা, ২ সেপ্টেম্বর: দিল্লির পর এবার কয়লা কাণ্ডে (Coal Smuggling Scam) তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করল ইডি। আজ শুক্রবার বেলা ১১টা নাগাদ তাঁকে হাজিরা দেওয়ার জন্য বলা হয়েছে। এর আগেও কয়লা কাণ্ডে ইডির অফিসে তলব করা হয়েছিল তাঁকে।আরও পড়ুন-Viral Video: চলন্ত বাসে ঘুরছে বিষধর গোখরো! আতঙ্কে দিশেহারা যাত্রীরা

অভিষেকের ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, সমস্ত পরিস্থিতি ঠিক থাকলে তিনি আজকে সাড়ে দশটার মধ্যেই পৌঁছে যাবেন ইডির অফিসে। মঙ্গলবারই অভিষেককে ইডির তলব করার বিষয়টি সামনে আসে। কিন্তু তিনি সেই ডাকে সাড়া দেবেন কিনা তখন তা জানা যায়নি।

এদিকে সোমবার অভিষেক জানিয়েছেন মেয়ো রোডে গান্ধীমূর্তির সামনে সভা সফল হওয়ার পরেই "কিছু" একটা হবে। যেমন ২১শের বিশাল সমাবেশের পরেই পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে হানা দিয়েছিলো ইডি এবং তাঁর ঘনিষ্ঠ অর্পিতার বাড়ি থেকে পাওয়া গেছে প্রায় ৪০কোটি টাকা ও প্রচুর অলঙ্কার।

প্রসঙ্গত উল্লেখ্য তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের মঞ্চেই মমতা বন্দ্যোপাধ্যায় প্রকাশ করেছিলেন যে আজ অভিষেক খুব ভাল বক্তৃতা দিয়েছে এবার কালকেই হয়তো তাকে তলব করবে ইডি। এই কথা বলেছিলেন অভিষেক নিজেও। মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেছেন, “এর আগেও ওকে নোটিস ধরিয়েছে ইডি। এমনকী তার স্ত্রী কেও তলব করেছিল ইডি। এবার বোধহয় তার দু’বছরের ছেলেকেও ডাকবে ইডি।”

 তবে এখানেই শেষ নয়, ইডি তলব করেছে অভিষেকের শালি মেনকা গম্ভীরকেও। তবে দিল্লি যেতে হয়নি তাঁকে। কলকাতাতেই জেরা করবে ইডি।