Sandip Ghosh Bungalow: ক্যানিংয়ে সন্দীপের পেল্লাই বাংলোর হদিস, অধ্যক্ষ ঘনিষ্ঠ আটক প্রসূনকে নিয়ে ভিলায় হানা ইডির
কয়েক শো বিঘা জুড়ে তৈরি হওয়া ওই পেল্লাই বাংলোর নাম 'সঙ্গীতাসন্দীপ ভিলা'। চারিদিক পাঁচিলে ঘেরা মাঝে মাথা তুলে দাঁড়িয়ে রয়েছে সবুজ রঙের ওই বাংলোটি।
আরজি কর মেডিক্যাল কলেজে (RG Kar Medical College and Hospital) আর্থিক দুর্নীতির মামলায় সোমবার ২ অগাস্ট সিবিআই গ্রেফতার করেছে হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে (Sandip Ghosh)। আলিপুর বিশেষ আদালতে তোলা হলে সন্দীপকে ৮ দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। এরই মধ্যে শুক্রবার সকালে সন্দীপ ঘোষের বেলাঘাটার বাড়ির হানা দেয় ইডি। বাড়ির বাইরে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করে ভিতরে চলছে ইডির তল্লাশি। সন্দীপের বাড়ির পাশাপাশি কলকাতা এবং সংলগ্ন জেলা মিলিয়ে এদিন প্রায় ১১টি জায়গায় হানা দেয় ইডি। তল্লাশির মাঝেই দক্ষিণ ২৪ পরগণার ক্যানিংয়ে প্রাক্তন অধ্যক্ষের নামে একটি বাংলোর (Sandip Ghosh Bungalow) হদিস মিলল। কয়েক শো বিঘা জুড়ে তৈরি হওয়া ওই পেল্লাই বাংলোর নাম 'সঙ্গীতাসন্দীপ ভিলা'। চারিদিক পাঁচিলে ঘেরা মাঝে মাথা তুলে দাঁড়িয়ে রয়েছে সবুজ রঙের ওই বাংলোটি।
উল্লেখ্য, শুক্রবার দক্ষিণ ২৪ পরগণার সুভাসগ্রামে সন্দীপ ঘনিষ্ঠ প্রসূন চট্টোপাধ্যায়ের বাড়িতে হানা দিয়েছিল ইডি। এদিন ইডি গ্রেফতার করেছে সন্দীপের পিএ হিসাবে পরিচয় দেওয়া প্রসূনকে। যিনি আদতে ন্যাশনাল মেডিক্যাল কলেজের ডেটা এন্ট্রি অপারেটর হিসাবে কাজ করতেন। তরুণী চিকিৎসকের দেহ উদ্ধারের ঘটনাস্থল সেমিনার হলের ভাইরাল ফুটেজেও দেখা গিয়েছিল প্রসূনকে। গ্রেফতারির পর তাঁকে সঙ্গে নিয়েই ইডি ক্যানিংয়ের 'সঙ্গীতাসন্দীপ ভিলা'য় হানা দেয়। বাইরে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করে বাংলোর ভিতরে তল্লাশি অভিযান চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপের (Sandip Ghosh) আয়ের সঙ্গে তাঁর সম্পত্তির গড়মিল খতিয়ে দেখছে ইডি।