Jyotipriya Mallick: জ্যোতিপ্রিয়র সঙ্গে গঙ্গাসাগরের তুলনা করল ইডি, জামিন কী আদৌ হবে প্রাক্তন খাদ্যমন্ত্রীর?

রেশন দুর্নীতি মামলায় জামিনের জন্য অনেকদিন ধরেই আবেদন করে আসছেন প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক।

Jyotipriya Mallick (Photo Credits: X)

রেশন দুর্নীতি মামলায় জামিনের জন্য অনেকদিন ধরেই আবেদন করে আসছেন প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক (Jyotipriya Mallick)। তবে ইডি কোনওভাবেই তাঁকে হাতছাড়া করতে চাইছে না। এদিকে এই মামলাতেই অন্যতম অভিযুক্ত চালকলের মালিক বাকিবুর রহমান এখন খোলা আকাশের নীচে রয়েছেন। কিন্তু বালুকে জেলমুক্তি কবে ঘটবে, তা জানা নেই কারোরই। শনিবার জামিনের মামলায় বিরোধীতা করতে গিয়ে ইডি আধিকারিকরা জ্যোতিপ্রিয় মল্লিককে গঙ্গাসাগরের সঙ্গে তুলনা করেছেন। তাঁকে দুর্নীতির গঙ্গাসাগর বলে উল্লেখ করা হয়। এদিন আদালতে বালুর জামিনের বিরোধীতা করতে গিয়ে তদন্তকারী আধিকারিকরা বলেন, নদীর শাখা প্রশাখা যেভাবে সাগরে গিয়ে মেশে, তেমনই দুর্নীতিগ্রস্থদের সঙ্গে লিঙ্ক রয়েছে তাঁর।

এদিন রিপোর্ট জমা দিতে গিয়ে ইডির আইনজীবী বলেন, সমস্ত দুর্নীতির টাকা যেত প্রাক্তন খাদ্যমন্ত্রীর পকেটে। এই সংক্রান্ত একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্টের হদিশও মিলেছে বলে জানা গিয়েছে। জ্যোতিপ্রিয়কে দুর্নীতির রিং মাস্টার বলেও এদিন অ্যাখ্যা দেওয়া হয়। সবমিলিয়ে আপাতত জামিন পেতে জ্যোতিপ্রিয়কে বেশ বেগ পেতে হবে বলে মনে করছে অনেকে।প্রসঙ্গত, এর আগে দীর্ঘদিন অসুস্থতার কারণ দেখিয়ে এসএসকেএম হাসপাতালে থেকেছেন প্রাক্তন খাদ্যমন্ত্রী।