Kuntal Ghosh: টানা তল্লাশির পর তৃণমূলের যুবনেতা কুন্তল ঘোষকে গ্রেফতার EDর, ৩ কোটি টাকা নেওয়ার অভিযোগ!
শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার করা হল তৃণমূলের যুবনেতা কুন্তল ঘোষকে। টানা তল্লাশি অভিযানের পর শনিবার সকালে হুগলির বলাগড়ের তৃণমূল যুবনতা কুন্তলকে গ্রেফতার করে ইডি।
শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার করা হল তৃণমূলের যুবনেতা কুন্তল ঘোষ ( Kuntal Ghosh)-কে। টানা তল্লাশি অভিযানের পর শনিবার সকালে হুগলির বলাগড়ের তৃণমূল যুবনতা কুন্তলকে গ্রেফতার করে ইডি। কুন্তলের চিনার পার্কের এক আবাসনে তল্লাশি চালায় তদন্তকারীরা। সঙ্গে তাকে দফায় দফায় জেরা করা হয়। টানা জেরা-তল্লাশির পর হুগলি তৃণমূলের এই যুবনেতাকে গ্রেফতার করা হয়েছে বলে জানায় ইডি।
সূত্রের খবর, শিক্ষক নিয়োগ দুর্নীতি সংক্রান্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি কুন্তলের ফ্ল্যাট থেকে পেয়েছে ইডি। কুন্তল ঘোষের বিরুদ্ধে অভিযোগ, ৩২৫ জন শিক্ষক পদপ্রার্থীর কাছ থেকে ৩ কোটি ২৫ লক্ষ টাকা নেন তিনি। আরও পড়ুন-মাধ্যমিক টেস্টের প্রশ্নপত্রে 'আজাদ কাশ্মীর'! অভিযুক্ত শিক্ষকদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা পর্ষদের
দেখুন টুইট
সংবাদমাধ্যমে প্রকাশ প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি মানিক ভট্টাচার্য ঘনিষ্ঠ তথা নিয়োগ মামলায় অভিযুক্ত তাপস মণ্ডলকে জিজ্ঞাদাবাদ করার সময়ই কুন্তলের কথা ওঠে। এর মধ্যে সিবিআইয়ের জেরার মুখে দু'বার পড়েন কুন্তল।