Kalatan Dasgupta: চিকিৎসকদের মঞ্চে হামলার ছক! ভাইরাল অডিয়ো-কাণ্ডে গ্রেফতার DYFI নেতা কলতান দাশগুপ্ত

সরকারকে বিপাকে ফেলতে আন্দোলনরত ডাক্তারদের মঞ্চে হামলার ছক চালানোর অভিযোগে গ্রেফতার হন কলতান।

Kalatan Dasgupta (Photo Credits: X)

আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের উপর হামলার ছক চালানো হচ্ছে বলে শুক্রবার একটি অডিয়ো ক্লিপ (অডিয়োর সত্যতা যাচাই করেনি লেটেস্টলি বাংলা) ফাঁস করেন তৃণমূল নেতা কুণাল ঘোষ (Kunal Ghosh)। অভিযোগ করেন, শাসক দলকে বিপাকে ফেলতেই এমন ষড়যন্ত্র কষা হচ্ছে। ভাইরাল অডিয়ো ক্লিপের রহস্য সমাধানে স্বতঃপ্রণোদিতভাবে একটি এফআইআর দায়ের করেছিল বিধাননগর পুলিশ কমিশনারেট। শুক্রবারই গ্রেফতার করা হন সঞ্জীব দাস। আজ শনিবার গ্রেফতার হন ডিওয়াইএফআই (DYFI) নেতা কলতান দাশগুপ্ত (Kalatan Dasgupta)। ভাইরাল অডিয়ো কাণ্ডে বিধাননগর পুলিশ কমিশনারেট গ্রেফতার করেছে তাঁকে। সরকারকে বিপাকে ফেলতে আন্দোলনরত ডাক্তারদের মঞ্চে হামলার ছক চালানোর অভিযোগে গ্রেফতার হন কলতান।

এদিন সকালে প্রথমে আটক এবং পরে গ্রেফতার করা হয় কলতানকে। তাঁর বিরুদ্ধে অভিযোগ, ডাক্তারদের মঞ্চে পেশাদার দুষ্কৃতীদের নিয়ে হামলা চালানোর ষড়যন্ত্র করা হয়েছিল। আর সেটা করা হয়েছিল তৃণমূলকে বিপাকে ফেলতে।

বিধাননগর পুলিশ সূত্রে খবর, টেকনিক্যাল পদ্ধতিতে অডিয়ো ক্লিপের সত্যতা যাচাই করেই এই গ্রেফতারি করা হয়েছে। পুলিশেও এও দাবি, গ্রেফতার হওয়া সঞ্জীব দাস শিকার করেছেন ভাইরাল অডিয়োর একটি কণ্ঠস্বর তাঁর।

যদিও ভাইরাল অডিয়ো-কাণ্ডে গ্রেফতারিকে 'ষড়যন্ত্র' বলেই চিহ্নিত করলেন ডিওয়াইএফআই মুখপত্রের সম্পাদক এবং বাম যুব নেতা কলতান। গ্রেফতারির পর পুলিশের গাড়িতে ওঠার সময়ে সাংবাদিকদের তিনি বললেন, 'এর পিছনে নিশ্চয়ই কোন ষড়যন্ত্র আছে। তিলোত্তমার বিচারের দাবিতে আন্দোলন থেকে নজর ঘোরাতে এই গ্রেফতারি'।



@endif