Dengue: করোনার মধ্যে ফের বাড়ছে ডেঙ্গি, ম্যালেরিয়ার প্রকোপ, সতর্ক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

করোনার তৃতীয় ঢেউ এখনও কাটেনি। তারমধ্যেই এই মরশুমে ডেঙ্গি কতটা প্রভাব ফেলবে রাজ্যে, তা নিয়ে আশঙ্কায় চিকিৎসক মহল।

Dengue (Photo Credit: Twitter)

কলকাতা, ৯ নভেম্বর: ক্রমশ বাড়ছে ডেঙ্গিতে (Dengue) আক্রান্তের সংখ্যা। এই মরশুমে ডেঙ্গি এবং ম্যালেরিয়ার (Malaria) সংক্রমণ বাড়ে প্রত্যেক বছর। বর্তমানে  গোটা রাজ্যে ডেঙ্গিতে আক্রান্তের সংখ্যা ২৩৫২। যা গতবারের তুলনায় বেশ কিছুটা কম। তবে আশঙ্কা রয়েছে। গতবারের তুলনায় এবার ডেঙ্গিতে পজিটিভি রেট অনেকটাই কম। এমনই জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

করোনার (Corona Third Wave) তৃতীয় ঢেউ এখনও কাটেনি। তারমধ্যেই এই মরশুমে ডেঙ্গি কতটা প্রভাব ফেলবে রাজ্যে, তা নিয়ে আশঙ্কায় চিকিৎসক মহল।

আরও পড়ুন:  Bhopal: ভোপালে সরকারি হাসপাতালে ভয়াবহ আগুন কেড়ে নিল ৪ সদ্যোজাতর প্রাণ

রাজ্যের পাশাপাশি গোটা দেশ জুড়েও বাড়ছে ডেঙ্গির প্রকোপ। ডেঙ্গির বাড়বাড়ন্ত রুখতে গোটা দেশের ৯টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে বিশেষ পর্যবেক্ষক দল পাঠানো হয়েছে কেন্দ্রের তরফে। ডেঙ্গির প্রভাব রুখতে মানুষকে কীভাবে সচেতন করতে হবে, সে বিষয়ে রাজ্যগুলিকে পরামর্শ দিতেই ওই বিশেষ দল ৯টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে পাঠানো হয়েছে বলে খবর।