Durga Puja 2021: ফাঁকা রাখতে হবে প্যান্ডেল, হবে না কার্নিভাল, দুর্গা পুজোয় একগুচ্ছ নির্দেশিকা নবান্নর
পুজো কার্নিভালও এবার বাতিল করা হয়েছে৷ মহামারীর জেরেই বাতিল করা হয়েছে ওই বিশেষ অনুষ্ঠান৷ যা প্রত্যেকবার বিজয়া দশমীর পর পালন করা হত বিভিন্ন ক্লাবের বাছাই করা দুর্গা প্রতিমা নিয়ে৷
কলকাতা, ৫ অক্টোবর: করোনা বিধি (COVID 19) মাথায় রেখে দুর্গা পুজো উপলক্ষ্যে নয়া গাইডলাইন প্রকাশ করল নবান্ন৷ রাজ্য সরকারের ওই গাইডলাইন মেনেই এবার পুজো করতে হবে বলে জানানো হয়েছে৷ নবান্নের (Nabanna) জারি করা গাইডলাইনে রয়েছে একাধিক নির্দেশ৷
জানানো হয়েছে, এবারে পুজোর (Durga Puja) প্যান্ডেল ফাঁকা রাখতে হবে৷ প্যান্ডেলের বাইরে ভিড় করা চলবে না৷ প্রত্যেককে মাস্ক পরতে হবে৷ আয়োজন করা যাবে না কোনও সাংস্কৃতিক অনুষ্ঠানের৷ প্যান্ডেলের চারপাশে ভিড় জমানো যাবে না বলেও জানানো হয়েছে৷
এসবের পাশাপাশি পুজো কার্নিভালও (Puja Carnival) এবার বাতিল করা হয়েছে৷ মহামারীর জেরেই বাতিল করা হয়েছে ওই বিশেষ অনুষ্ঠান৷ যা প্রত্যেকবার বিজয়া দশমীর পর পালন করা হত বিভিন্ন ক্লাবের বাছাই করা দুর্গা প্রতিমা নিয়ে৷ করোনার জেরে এবার সেই পুজো কার্নিভালও বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে নবান্নের তরফে৷
তবে পুজোর কয়েকদিন নাইট কারফিউতে শিথিলতা থাকবে৷ পুজোর কয়েকদিন রাতে বাড়ির বাইরে বের হওয়া যাবে বলে আগেই জানায় নবান্ন৷ তবে স্বাস্থ্যবিধি মাথায় রেখে তবেই ঘোরাঘুরি করা যাবে বলে জানানো হয়৷