Diwali 2024: ইএম বাইপাস থেকে বাজেয়াপ্ত ৫১০ কেজি শব্দ বাজি, পরিবেশ বাঁচাতে কালী পুজোয় আরও কড়া কলকাতা পুলিশ
লকাতা পুলিশের তরফে জানানো হয়, কালী পুজো উপলক্ষ্যে শুধুমাত্র পরিবেশবান্ধব আতশবাজি ব্যবহার করুন। কলকাতা হাইকোর্টের গ্রীন বেঞ্চের নির্দেশ মেনে, নির্দিষ্ট সময়ের মধ্যে শুধুমাত্র পরিবেশবান্ধব আতশবাজি কিংবা গ্রীন ফায়ার ক্র্যাকার্স ব্যবহার করুন।
কলকাতা, ৩১ অক্টোবর: কালী পুজো (Kali Puja) এবং দীপাবলি (Diwali 2024) উপলক্ষ্যে কড়া পদক্ষেপ কলকাতা (Kolkata Police) পুলিশের। শব্দ দানবের হাত থেকে শহরের মানুষকে রক্ষা করতে ইএম বাইপাসের পাশের ধাপা রোড থেকে একের পর এক বাজি বাজেয়াপ্ত করা হয়। যেখানে চকলেট বোমা, দোদোমা, কালী পটকা, শেলের মত একাধিক শব্দবাজি নজরে আসে। কলকাতা পুলিশের এক্স হ্যান্ডেলের তরফে জানানো হয়, ধাপা রোড থেকে ৫১০ কেজি নিষিদ্ধ বাজি উদ্ধার করা হয়েছে। চম্পাহাটি থেকে এইসব বাজি নিয়ে এসে, তা মহানগরের একাধিক জায়গায় বিক্রির পরিকল্পনা করা হয়েছিল বলে জানানো হয় কলকাতা পুলিশের তরফে।
কলকাতা পুলিশ যে বিপুল বাজি বাজেয়াপ্ত করে, তার ঝলক দেখুন...
অন্যদিকে কলকাতা পুলিশের তরফে জানানো হয়, কালী পুজো উপলক্ষ্যে শুধুমাত্র পরিবেশবান্ধব আতশবাজি ব্যবহার করুন। কলকাতা হাইকোর্টের গ্রীন বেঞ্চের নির্দেশ মেনে, নির্দিষ্ট সময়ের মধ্যে শুধুমাত্র পরিবেশবান্ধব আতশবাজি কিংবা গ্রীন ফায়ার ক্র্যাকার্স ব্যবহার করুন। পরিবেশবান্ধব ছাড়া অন্য সমস্ত বাজেকে নিষিদ্ধ বলে গন্য করা হয়েছে বলেও জানানো হয়।
পরিবেশবান্ধব বাজি নিয়ে কী জানল কলকাতা পুলিশ দেখুন...
পাশাপাশি নিষিদ্ধ বাজি ক্রয় বা বিক্রয় করলে আইন অনুযায়ী পদক্ষেপ করা হবে বলেও কলকাতা পুলিশের বেহালা ডিভিশনের তরফে স্পষ্ট জানানো হয়। রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ পরিবেশবান্ধব বাজি চিনতে বিশেষ নির্দেশিকা জারি করেছে বলে জানানো হয়। কালী পুজোর রাতে সন্ধে ৬টা থেকে ১০টা পর্যন্তই শুধু বাজি পোড়ানো যাবে বলেও জানানো হয় কলকাতা পুলিশের তরফে।