Dilip Ghosh: 'তিনবার তিন ধর্মে বিয়ে করেছেন', বলে অমর্ত্য সেনকে আক্রমণ দিলীপ ঘোষের

সাত সকালে নাম না করে অমর্ত্য সেনকে খোঁচা বিজেপি নেতা দিলীপ ঘোষের। তিনবার তিন ধর্মে বিয়ে করেছেন বলে আক্রমণ দিলীপ ঘোষের। জি ২৪ ঘণ্টার খবর অনুযায়ী, দিলীপ ঘোষ বলেছেন, 'অমর্ত্য সেন বলেছেন, লাভ জিহাদের মধ্যে জিহাদ থাকতে পারে না, ধর্মান্তরকরণ বিরোধী যে আইন বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যে আছে, তা অসাংবিধানিক।'

দিলীপ ঘোষ (Photo Credits: ANI)

কলকাতা, ২৯ ডিসেম্বর: সাত সকালে নাম না করে অমর্ত্য সেনকে (Amartya Sen) খোঁচা বিজেপি নেতা দিলীপ ঘোষের। তিনবার তিন ধর্মে বিয়ে করেছেন বলে আক্রমণ দিলীপ ঘোষের (Dilip Ghosh)। জি ২৪ ঘণ্টার খবর অনুযায়ী, দিলীপ ঘোষ বলেছেন, 'অমর্ত্য সেন বলেছেন, লাভ জিহাদের মধ্যে জিহাদ থাকতে পারে না, ধর্মান্তরকরণ বিরোধী যে আইন বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যে আছে, তা অসাংবিধানিক।'

তিনি আরও বলেন, 'আমি তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে কিছু বলতে চাই না। কারণ উনি তিনবার তিন ধর্মে বিয়ে করেছেন। তার তো বলার নৈতিক অধিকার নেই। যে দেশ ছেড়ে পালিয়ে গেছে, দেশের মানুষের দুঃখ কষ্টে নেই তাঁদের ধরনের নীতিকথা শুনতে আমরা প্রস্তুত নই। যারা শুনেছে তাঁরা ডুবেছে। আমরা ডুবতে চাই না।' আরও পড়ুন, অমর্ত্য সেনের সমর্থনে পথে বাংলার বিশিষ্টরা, কাল বাংলা অ্যাকাডেমির সামনে প্রতিবাদ সভা

অমর্ত্য সেনের শান্তিনিকেতনের বাড়ি ‘প্রতীচী’র জমির খানিকটা অংশ বিশ্বভারতীর, এমনই অভিযোগ তুলে সম্প্রতি বিতর্কে জড়িয়েছে বিশ্বভারতী কর্তৃপক্ষ। অভিযোগ উঠতেই ক্ষুব্ধ অমর্ত্য সেন নাকি বিশ্বভারতীর উপাচার্য চিঠি লিখে নিজের বক্তব্য জানিয়েছিলেন। এই নিয়ে শুরু হয় কেন্দ্র-রাজ্য তরজা। এর মাঝেই অমর্ত্য সেনকে আক্রমণ দিলীপ ঘোষের।

সোমবার বস্টন থেকে একটি টেলিভিশন চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে অমর্ত্য বলেন, "এটা খুবই চিন্তার বিষয়। একে মানুষের স্বাধীনতায় হস্তক্ষেপ বলে মনে হচ্ছে। জীবন যাপনের অধিকার তো মৌলিক অধিকার হিসেব স্বীকৃত। কিন্তু এই আইনের ফলে মানবাধিকার লঙ্খন করা হচ্ছে। কারণ যে কোনও মানুষই নিজের ধর্ম বদলে অন্য ধর্মগ্রহণ করতে পারেন। সেটা সংবিধান স্বীকৃত। তাই এই আইন অসাংবিধানিক।"