Dilip Ghosh Sends Legal Notice to Jyotipriya Mallick: তাঁর বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য, জ্যোতিপ্রিয় মল্লিককে আইনি নোটিশ দিলীপ ঘোষের
তাঁর বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য করার জন্য রাজ্যের মন্ত্রী ও তৃণমূল নেতা জ্যোতিপ্রিয় মল্লিককে (Jyotipriya Mallick) আইনি নোটিশ (Legal Notice) পাঠালেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। নোটিশে শর্তহীন ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছেন সাংসদ। ১৬ নভেম্বর রবিবার সন্ধ্যায় নিউটাউনের গৌরাঙ্গনগরের একটি কর্মসূচিতে গিয়ে দিলীপ ঘোষ ও অন্য বিজেপি নেতাদের সম্পর্কে বিতর্কিত মন্তব্য করেন জ্যোতিপ্রিয় মল্লিক।
কলকাতা, ২০ নভেম্বর: তাঁর বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য করার জন্য রাজ্যের মন্ত্রী ও তৃণমূল নেতা জ্যোতিপ্রিয় মল্লিককে (Jyotipriya Mallick) আইনি নোটিশ (Legal Notice) পাঠালেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। নোটিশে শর্তহীন ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছেন সাংসদ। ১৬ নভেম্বর রবিবার সন্ধ্যায় নিউটাউনের গৌরাঙ্গনগরের একটি কর্মসূচিতে গিয়ে দিলীপ ঘোষ ও অন্য বিজেপি নেতাদের সম্পর্কে বিতর্কিত মন্তব্য করেন জ্যোতিপ্রিয় মল্লিক।
রাজ্যের খাদ্যমন্ত্রী বলেন, "বিজেপি নেতারা সব কেচ্ছা কেলেঙ্কারিতে ভর্তি। মুখে আনতেও লজ্জা করে। ওদের দলের প্রত্যেকটা লোকই নোংরা। চিটিংবাজ টাইপের। ২০২১-এর মে মাসের পর ওরা জেলে যাবে।" এরপর বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষকেও ব্যক্তিগত আক্রমণ করেন তিনি। বলেন, "দিলীপের কথায় কান দেবেন না। ওর শিক্ষাগত যোগ্যতা ক্লাস টু পাস। দিলীপ কিছুই ভালোভাবে জানে না।" আরও পড়ুন: PM Modi On Nagrota Encounter: বড় ধরনের সর্বনাশ ও ধ্বংসযজ্ঞ চালানোর চেষ্টা রোখা গেছে, নাগরোটায় জঙ্গি নিকেশ নিয়ে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
জ্যোতিপ্রিয়র আরও অভিযোগ, বিধানসভা নির্বাচনের আগে গোলমাল পাকানোর জন্য বাংলাদেশ থেকে অস্ত্র ঢোকাচ্ছে বিজেপি।