Anubrata Mondal Arrested: ‘খেলা শেষ’, অনুব্রতর গ্রেপ্তারিতে দিলীপ ঘোষের প্রতিক্রিয়া
সাতসকালেই বোলপুরের বাড়িতে গিয়ে গরুপাচার মামলায় অনুব্রত মণ্ডলকে গ্রেপ্তার করেছে সিবিআই (Anubrata Mondal Arrested)। তারপর তাঁকে এখন আসানসোল ক্যাম্পে নিয়ে যাওয়া হচ্ছে।
কলকাতা, ১১ অগাস্ট: সাতসকালেই বোলপুরের বাড়িতে গিয়ে গরুপাচার মামলায় অনুব্রত মণ্ডলকে গ্রেপ্তার করেছে সিবিআই (Anubrata Mondal Arrested)। তারপর তাঁকে এখন আসানসোল ক্যাম্পে নিয়ে যাওয়া হচ্ছে। এদিকে বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল নেতার গ্রেপ্তারির পরেই বঙ্গ বিজেপি নেতৃত্বের তরফে একের পর এক প্রতিক্রিয়া আসছে। অনুব্রতকে কটাক্ষ করে বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ টুইটারে লিখেছেন, ‘অনুব্রত মণ্ডলের খেলা শেষ... লাইনে আরও অনেকে রয়েছেন।’ আরও পড়ুন -Jagdeep Dhankhar Swearing-In Ceremony: দেশের ১৪-তম উপরাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন জগদীপ ধনখড়
বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের কটাক্ষ, ‘‘বন্যেরা বনে সুন্দর, তৃণমূল নেতারা জেলে। এ বার জেলে থেকে বিশ্রাম করুন। লুকোচুরির শেষে ধরা পড়ে গিয়েছেন।’’ শমীক ভট্টাচার্য বলেছেন, ‘‘গ্রেপ্তারি এড়ানোর চেষ্টা করেছিলেন, অনুব্রত একটা মুখোশ। ওঁর উত্থান তৃণমূলের সহযোগিতা ছাড়া সম্ভব হয়নি। বোলপুরে অপার সাম্রাজ্য বিস্তার হয়েছে, অনুব্রতের নির্দেশ ছাড়া সম্ভব হয়নি। মানুষের গণতান্ত্রিক অধিকারকে বাজেয়াপ্ত করেছেন। একাধিক বিজেপি কর্মী খুন হয়েছেন বীরভূমে। পুলিশকে বোমা মারা, মিথ্যা মামলা চাপিয়ে দেওয়া কার নির্দেশে হয়েছে?”
অনুব্রত গ্রেপ্তারির খবরে তৃণমূলকেই কটাক্ষ করলে শুভেন্দু অধিকারী। বললেন, “অনুব্রত মণ্ডল যে এক জন মাফিয়া, মমতা বন্দ্যোপাধ্যায়ের আশ্রয়-প্রশ্রয়ে মুদির দোকান থেকে হাটে মাগুর মাছ বিক্রি করতেন, সে এখন হাজার কোটি টাকার মালিক! কাদের নির্দেশে গরুপাচার, কয়লাপাচার, বীরভূম জেলায় যে অত্যাচার করেছে, বেশ কিছু মানুষকে খুন করা— তিনি যার যার নির্দেশে করেছেন আর মুড়ির টিনে করে টাকা পাঠিয়েছেন, তাঁদের নামগুলো বলুন।”
অনুব্রত গ্রেপ্তারিতে মমতার বিবৃতি দাবি করলেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী। তিনি বলেন, “উনি চড়াম চড়াম ঢাক বাজানোর কথা বলেছেন, মুখ্যমন্ত্রী প্রশ্রয় দিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিবৃতি দেওয়া উচিত। আমি তাঁর বিবৃতি দাবি করছি।’’
বীরোধীদের কটাক্ষের মাঝে অনুব্রত প্রসঙ্গে তৃণমূল সাংসদ শান্তনু সেন বলেছেন, ‘‘স্বচ্ছ ভাবে প্রশাসন চলে। সরকার সঠিক সময়ে সিদ্ধান্ত নেয়। তদন্ত তদন্তের মতো চলুক। সিবিআইয়ের জমে থাকা কেসের পাহাড়ও জানি। একেকটা তদন্ত শুরু করে শেষ করতে পারে না। দ্রুত তদন্ত শেষ করুক। দল নজরে রাখছে। সঠিক সময়ে ব্যবস্থা নেবে।’’