Dilip Ghosh On Tapas Pal Death: 'সঙ্গ দোষেই মৃত্যু হয়েছে তাপস পালের', মমতা ব্যানার্জিকে কড়া জবাব দিয়ে মন্তব্য দিলীপ ঘোষের
মৃত্যুর পরেও পিছু ছাড়ছে না রাজনীতি। অভিনেতা এবং তৃণমূল নেতা তাপস পালের মৃত্যুর কারণ নিয়ে রাজনৈতিক মহলে একে অপরের ওপর দোষারোপই বারবার উঠে এসেছে। তাপস পালের (Tapas Pal) মৃত্যুকে CBI-র অত্যাচার বলেছিলেন তৃণমূল নেতা কল্যাণ ব্যানার্জি। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও (Mamata Banerjee) বিজেপিকেই তাঁর অকালমৃত্যুর জন্য দায়ী করেন। এদিন তাপস পালকে শেষ শ্রদ্ধা জানাতে গিয়ে রবীন্দ্র সদনে তিনি বলেন, "বিভিন্ন কেন্দ্রীয় এজেন্সির চাপেই তাপসকে অসময়ে চলে যেতে হল। শুধু তাপস পাল নয়, প্রাক্তন সাংসদ সুলতান আহমেদ, সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়ের স্ত্রীরও মৃত্যু হয়েছে চিটফান্ড তদন্তের চাপের জন্য।"
কলকাতা, ১৯ ফেব্রুয়ারি: মৃত্যুর পরেও পিছু ছাড়ছে না রাজনীতি। অভিনেতা এবং তৃণমূল নেতা তাপস পালের মৃত্যুর কারণ নিয়ে রাজনৈতিক মহলে একে অপরের ওপর দোষারোপই বারবার উঠে এসেছে। তাপস পালের (Tapas Pal) মৃত্যুকে CBI-র অত্যাচার বলেছিলেন তৃণমূল নেতা কল্যাণ ব্যানার্জি। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও (Mamata Banerjee) বিজেপিকেই তাঁর অকালমৃত্যুর জন্য দায়ী করেন। এদিন তাপস পালকে শেষ শ্রদ্ধা জানাতে গিয়ে রবীন্দ্র সদনে তিনি বলেন, "বিভিন্ন কেন্দ্রীয় এজেন্সির চাপেই তাপসকে অসময়ে চলে যেতে হল। শুধু তাপস পাল নয়, প্রাক্তন সাংসদ সুলতান আহমেদ, সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়ের স্ত্রীরও মৃত্যু হয়েছে চিটফান্ড তদন্তের চাপের জন্য।"
দ্য ওয়াল-র খবর অনুযায়ী, এই অভিযোগ করার পরে মমতা ব্যানার্জির কথার জবাব দেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। দিলীপ ঘোষ বলেন,“সঙ্গ দোষেই মৃত্যু হয়েছে তাপস পালের। আগে ভাল অভিনেতা, ভাল মানুষ ছিল। কিন্তু তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার পরেই ভাষা, চরিত্র স্বভাব সব বদলে গিয়েছে। এই মৃত্যুর জন্য সঙ্গদোষই দায়ী।” আরও পড়ুন, 'কেন্দ্রের একটা এজেন্সির দ্বারা অত্যাচারিত হয়ে মৃত্যু', তাপস পালের মৃত্যু নিয়ে বিস্ফোরক মমতা ব্যানার্জি
পৌনে ১২টা নাগাদ রবীন্দ্র সদনে এসে পৌঁছন মুখ্যমন্ত্রী। এরপর প্রয়াত অভিনেতাকে শেষ শ্রদ্ধা জানান। কথা বলেন তাপস পালের পরিবারের সঙ্গে। মুখ্যমন্ত্রীকে সামনে পেয়ে কান্নায় ভেঙে পড়েন স্ত্রী নন্দিনী ও মেয়ে সোহিনী। তাঁদের সান্ত্বনা দিতে দেখা যায় মুখ্যমন্ত্রীকে। পাশে থাকার আশ্বাস দেন তিনি। পরে বেরোনোর সময় তিনি কেন্দ্রীয় সরকার ও সিবিআই-র বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন। সুদীপ বন্দ্যোপাধ্যায় ও পার্থ চট্টোপাধ্যায়কে পাশে দাঁড় করিয়ে তিনি আরও বলেন, “একটা এন্টারটেনমেন্ট চ্যানেলে ডিরেক্টর ছিল তাপস। মাইনে পেয়েছিল। তার জন্য তাপসের মতো নাম্বার ওয়ান একজন অভিনেতাকে এক বছর একমাস জেলে রাখা হল।”