Didir Suraksha Kabach: মমতার দূত হয়ে কাজ করবেন সাড়ে ৩ লক্ষ তৃণমূল কর্মী, দিদির সুরক্ষা কবচ-এ কী কী থাকছে
পঞ্চায়েত নির্বাচনের আগে বড় ঘোষণা তৃণমূল কংগ্রেসের। মানুষের কাছে পৌঁছতে দিদির সুরক্ষা কবচ নামের একটি কর্মসূচির ঘোষণা করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্য়োপাধ্যায়।
কলকাতা, ২ জানুয়ারি: পঞ্চায়েত নির্বাচনের আগে বড় ঘোষণা তৃণমূল কংগ্রেসের। মানুষের কাছে পৌঁছতে দিদির সুরক্ষা কবচ নামের একটি কর্মসূচির ঘোষণা করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্য়োপাধ্যায় (CM Mamata Banerjee)। রাজ্যের মানুষ যাতে রাজ্য সরকারের সব প্রকল্পের সুযোগ সুবিধা সঠিকভাবে পান, সেটা নিশ্চিত করতে দিদির দূত হিসেবে কাজ করবেন সাড়ে ৩ লক্ষ তৃণমূল কংগ্রেস প্রতিনিধি। তৃণমূলের স্থানীয় নেতা ও দলীয় কর্মীরা ঘরে ঘরে গিয়ে মানুষদের অভাব-অভিযোগ শুনবেন তা নথিভুক্ত করে তা রিপোর্ট করবেন। মমতার দাবি, সাড়ে তিন লক্ষ কর্মী, ২ কোটি পরিবারের কাছে পৌঁছবেন তাঁর প্রতিনিধিরা। দিদির সুরক্ষা কবচ কর্মসূচির জন্যি চিহ্নিত করা হয়েছে ৩৩৪৩টি অঞ্চল।
দেখুন টুইট
আগামী ১১ জানুয়ারি থেকে এই কর্মসূচি কার্যকর হবে। তৃণমূল কংগ্রেসের সর্বস্তরের ৩ লক্ষ স্বেচ্ছাসেবীকে দায়িত্ব দেওয়া হবে। বাংলার জনতা যাতে সরকারের ১৫টি ফ্ল্যাগশিপ প্রকল্পের সুযোগ সুবিধা ঠিক মতো পেতে পারেন, তার জন্যই এই ব্যবস্থা। এমনই ঘোষণা করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আরও পড়ুন-শীতের সকালে কুয়াশার চাদরে মুখ ঢাকলো শহর কলকাতা
'দিদির দূত' অ্যাপের মাধ্যমে প্রত্যেকটি বাড়ি ম্যাপিং করে রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প, যেমন-কন্যাশ্রী, শিক্ষাশ্রী, ঐক্যশ্রী, স্টুডেন্ট্স ক্রেডিট কার্ড, মানবিক পেনশন, স্বাস্থ্যসাথী, বাংলা আবাস যোজনা, খাদ্য সাথী, লক্ষ্মীর ভাণ্ডার, যুবশ্রী মানুষের বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হবে। দলের কর্মী সম্মেলনে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'দুয়ারে সরকারের কাজ তিন চতুর্থাংশ হয়ে গিয়েছ। দুয়ারে সরকারের আরেক রূপ দিদির সুরক্ষা কবচ।'
আগামী ২ মাস ধরে রাজ্য তৃণমূল স্তরের ৩৫০ নেতা ১০ দিন করে প্রতিটি অঞ্চলে রাত কাটাবেন। মানুষের সঙ্গে কথা বলে তাঁদের অভাব অভিযোগের কথা যাতে দলনেত্রীর কাছে যায়, তার ব্যবস্থা করবেন নেতারা। প্রতিটি অঞ্চলের সাংসদ, বিধায়ক, জেলা সভাধিপতি –সহ এলাকার রাজনৈতিক এবং প্রশাসনিক প্রধানদের নিয়ে ৩২০ জনের দল তৈরি হয়েছে।