Dhupguri: ধূপগুড়িতে নিখোঁজ কিশোরীর বস্তাবন্দি দেহ উদ্ধার, প্রতিবেশীর বিরুদ্ধে ধর্ষণ করে খুনের অভিযোগ
নাবালিকা পঞ্চম শ্রেণির ছাত্রী। বিগত তিন দিন ধরে সে নিখোঁজ ছিল। পরিবারের তরফে মেয়ের নিখোঁজ হওয়ার অভিযোগ দায়ের করেছিল। এরপর এলাকায় খোঁজ শুরু করে পুলিশ। স্নিফার ডগ এনেও তল্লাশি চালানো হয়।
ধূপগুড়ি, ২ অক্টোবরঃ আলিপুরদুয়ারের (Alipurduar) ফালাকাটা থানা এলাকার দুদুয়া নদী থেকে রবিবার রাতে বস্তাবন্দি অবস্থায় উদ্ধার হল বছর এগারোর এক কিশোরীর মৃতদেহ। দেহ দেখে পুলিশের প্রাথমিক অনুমান, কিশোরীকে ধর্ষণ করে খুন করা হয়েছে। এরপর মৃতদেহ বস্তাবন্দি করে নদীতে ভাসিয়ে দেওয়া হয়। মৃতদেহ শনাক্ত করেছে পরিবার। কিশোরীর নৃশংস মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়তেই বিক্ষোভে ফেটে পরে স্থানীয়রা। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। ঘটনায় সন্দেহভাজন এক প্রতিবেশী যুবককে আটক করেছে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, নাবালিকা ধূপগুড়ি (Dhupguri) ব্লকের গধেয়ারকুঠি গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা। পঞ্চম শ্রেণির ছাত্রী। বিগত তিন দিন ধরে সে নিখোঁজ ছিল। পরিবারের তরফে মেয়ের নিখোঁজ হওয়ার অভিযোগ দায়ের করেছিল। এরপর এলাকায় খোঁজ শুরু করে পুলিশ। স্নিফার ডগ এনেও তল্লাশি চালানো হয়। কিন্তু নাবালিকার কোন খোঁজ মেলেনি। রবিবার রাতে দুদুয়া নদী থেকে উদ্ধার হয় নিখোঁজ নাবালিকার বস্তাবন্দি মৃতদেহ।
মৃত নাবালিকার পরিবার জানিয়েছে, গত শুক্রবার বাড়ির সামনেই খেলা করছিল কিশোরী। সেখান থেকেই নিখোঁজ হয়। নাবালিকাকে ধর্ষণ করে খুন করা হয়েছে বলে দাবি তুলে থানায় অভিযোগ দায়ের করেছে পরিবার।