IPL Auction 2025 Live

Nandigram Hearing Row: ‘দিলীপ ঘোষের সভায় কি কলকাতা হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দ?’ টুইটারে সরব ডেরেক-কুণাল

এদিকে তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন (Derek O’ Brien) কৌশিক চন্দের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন তুলেছেন৷ “দিলীপ ঘোষের সভায় ইনি কে?ইনিই কি কলকাতা হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দ?” বিচারপতির দুটি ছবিও সেই সঙ্গে শেয়ার করেছেন তিনি৷

দিলীপের সভায় কৌশিক চন্দ(Photo Credits: Derek O' Brien)

কলকাতা, ১৮ জুন: নন্দীগ্রামে ভোটের ফল নিয়ে ইতিমধ্যেই আদালতের দ্বারস্থ হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ আজ তার শুনানি হওয়ার কথা থাকলেও তা পিছিয়ে হয়েছে আগামী বৃহ্স্পতিবার৷ বিচারপতি কৌশিক চন্দের এজলাসে হবে শুনানি৷ এদিকে তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন (Derek O’ Brien) কৌশিক চন্দের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন তুলেছেন৷ “দিলীপ ঘোষের সভায় ইনি কে?ইনিই কি কলকাতা হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দ?” বিচারপতির দুটি ছবিও সেই সঙ্গে শেয়ার করেছেন তিনি৷ সেখানে দেখা যাচ্ছে দিলীপ ঘোষের সভায় নন্দীগ্রাম মামলার বিচারপতি কৌশিক চন্দ বসে আছেন৷ তিনি যেন মামলাটি ছেড়ে দেন, এই অনুরোধ সোশ্যাল মিডিয়াতেই করেছেন ডেরেক ও’ব্রায়েন৷ আরও পড়ুন-COVID-19 Strain 'Lambda': ২৯টি দেশে ভয় ধরাচ্ছে করোনার নতুন প্রজাতি ‘ল্যাম্বডা’, চিন্তিত WHO

এই প্রসঙ্গে তৃণমূল নেতা কুণাল ঘোষ বলেছেন, “নন্দীগ্রাম মামলায় কারচুপি করে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানো হয়েছে। মামলাটি বিচারপতি কৌশিক চন্দের এজলাসে রয়েছে। মহামান্য আদালত ও বিচারব্যবস্থার প্রতি আমাদের পূর্ণ আস্থা আছে। কিন্তু আমরা কিছু ছবি পেয়েছি যা সকলের সামনে এনেছি। বিজেপির লিগাল সেলের অনুষ্ঠানে দিলীপ ঘোষ বক্তৃতা করছে এবং মঞ্চে কৌশিক চন্দ বসে রয়েছেন। ফলে বিচারপতির অবচেতনে কোনও দুর্বলতা কাজ করতেই পারে। তাই আমাদের অনুরোধ যাতে উনি এই মামলাটি ছেড়ে দেন।”