Hoogly: ওটিপি নেওয়ার নাম করে বাড়ির মধ্যে ঢুকে পড়ল ডেলিভারি বয়, তারপর নাবালিকা সঙ্গে যা হল...শুনে স্তম্ভিত খোদ শ্রীরামপুরের সাংসদ
ফাঁকা বাড়ি পেয়ে নাবালিকার সঙ্গে অপকর্ম করল এক ডেলিভারি বয়। বুধবার ঘটনাটি ঘটেছে হুগলির শ্রীরামপুরের মাহেশ এলাকায়।
ফাঁকা বাড়ি পেয়ে নাবালিকার সঙ্গে অপকর্ম করল এক ডেলিভারি বয়। বুধবার ঘটনাটি ঘটেছে হুগলির শ্রীরামপুরের (Serampore) মাহেশ এলাকায়। জানা যাচ্ছে, অনলাইন বিপণন সংস্থা থেকে সম্প্রতি ওই নাবালিকা কিছু একটা অর্ডার করেছিলেন। সেটি এদিন ডেলিভারি করতে আসে এক যুবক। ডেলিভারির সময় সংস্থার তরফ থেকে একটি ওটিপি পাঠানো হয়, যেটি এজেন্টকে দেওয়ার কথা ছিল। নাবালিকা সেই সময় বাড়িতে একাই ছিলেন, ফলে যে জানায় যে তাঁর মায়ের ফোনে ওটিপি গিয়েছে। কিন্তু সে বাড়িতে তখন নেই। তবে ওই যুবক বলে যে ওটিপি মেইলে গিয়েছে, সেটি দিলেও চলবে।
অভিযোগ, তখন নাবালিকা ঘরে গিয়ে কম্পিউটার খুলে মেইল বক্স চেক করতে থাকে। সেই সময়ই সুযোগ বুঝে ঘরের মধ্যে ঢুকে পড়ে অভিযুক্ত। তারপর নাবালিকার শরীরে হাত দেয়। আতঙ্কে সে চিৎকার করে উঠলে যুবক পালিয়ে যায়। তারপর ঘরের সমস্ত দরজা বন্ধ করে মাকে ফোন করে বিষয়টি জানায়। তারপরেই পরিবারের সদস্যরা বাড়িতে চলে আসে। এরপর শ্রীরামপুর থানায় অভিযুক্ত যুবকের নামে অভিযোগ দায়ের করে। সেই সঙ্গে বিপণন সংস্থাতেও ওই যুবকের নামে অভিযোগ জানানো হয়।
অভিযোগ পেয়েই তদন্ত শুরু করে পুলিশ। আর তারপর বুধবার রাতেই তাঁকে গ্রেফতার করা হয়। অভিযুক্তের বিরুদ্ধে পকসো ধারায় মামলা রুজু হয়েছে। এই ঘটনা ইতিমধ্যেই পৌঁছেছে ওই এলাকার সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কানে। তিনি ইতিমধ্যেই উদ্বেগপ্রকাশ করেছেন। সেই সঙ্গে পুলিশি তৎপরতা নিয়েও প্রশংসায় পঞ্চমুখ তিনি।