Cyclone Dana: রাজ্যের উপকূলবর্তী এলাকা থেকে সরানো হল ১ লক্ষ মানুষকে, রাতভর নবান্নে থেকে পরিস্থিতি খতিয়ে দেখবেন মুখ্যমন্ত্রী

ডানার তাণ্ডব থেকে মানুষকে রক্ষা করতে ৩.৫ লক্ষ মনুষকে নিরাপদ জায়গায় সরানোর নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফলে প্রশাসনের তরফে যাতে উপযুক্ত পদক্ষেপ করা হয়, সে বিষয়েও মুখ্যমন্ত্রী কড়া নির্দেশ দিয়েছেন।

Rough Sea Ahead Of Dana's Landfall (Photo Credit:ANI/X)

কলকাতা, ২৪ অক্টোবর: ঘূর্ণিঝড় (Cyclone) ডানা (Dana) স্থলভাগে আছড়ে পড়ার আগে থেকেই শুরু হয়েছে আতঙ্ক। ডানার ল্যান্ডফলের আগে এবার উপকূলবর্তী এলাকা থেকে ১ লক্ষ মানুষকে উদ্ধার করা হয়েছে। পশ্চিমবঙ্গের (West Bengal) উপকূলবর্তী এলাকা থেকে ১ লক্ষ মানুষকে সরিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সরকার। ডানার তাণ্ডব থেকে মানুষকে রক্ষা করতে ৩.৫ লক্ষ বাসিন্দাকে নিরাপদ জায়গায় সরানোর নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফলে প্রশাসনের তরফে যাতে উপযুক্ত পদক্ষেপ করা হয়, সে বিষয়েও মুখ্যমন্ত্রী কড়া নির্দেশ দিয়েছেন। ইতিমধ্যেই রাজ্য সরকারের তরফে ২,৪৩,৩৭৪টি আশ্রয় শিবির গড়ে তোলা হয়ছে।

আরও পড়ুন: Cyclone Dana: 'ল্যান্ডফলের' আগেই আকাশ ঢাকল ঘন কালো মেঘে, ভদ্রকের আকাশ ভয় ধরাচ্ছে, দেখুন ভিডিয়ো

পাশাপাশি ডানা স্থলভাগে আছড়ে পড়ার পর পরিস্থিতি কেমন হয়, সে বিষয়ে নজর রাখবেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্নে সারা রাত থেকে রাজ্যের পরিস্থিতি মুখ্যমন্ত্রী দেখভাল করবেন বলে খবর। মুখ্যমন্ত্রীর সঙ্গে মুখ্যসচিব এবং স্বরাষ্ট্রসচিবও নবান্নে থাকবেন এবং পরিস্থিতি পর্যালোচনা করবেন।