Cyclone Asani Live Update: উত্তর অন্ধ্র-ওড়িশা উপকূলের কাছে অশনি, বকখালিতে প্রশাসনের সতর্কতা মূলক প্রচার
আম্ফান, যশের স্মৃতি উসকে হু হু করে এগিয়ে আসছে ঘূর্ণিঝড় অশনি (Cyclone Asani)। অন্ধ্র- ওড়িশা উপকূলে আছড়ে পড়ার কথা।
কলকাতা, ১০ মে: আম্ফান, যশের স্মৃতি উসকে হু হু করে এগিয়ে আসছে ঘূর্ণিঝড় অশনি (Cyclone Asani)। অন্ধ্র- ওড়িশা উপকূলে আছড়ে পড়ার কথা। তবে ততক্ষণে তার শক্তি লোপ পাবে। পশ্চিমবঙ্গে এর জেরে ভারী বর্ষণের পূর্বাভাস জারি হয়েছে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
- বকখালিতে প্রশাসনের সতর্কতা মূলক প্রচার।
- উত্তর অন্ধ্র-ওড়িশা উপকূলের কাছে অশনি।
- মুষলধারার বৃষ্টিতে জলমগ্ন কলকাতা। এনডিআরএফ, বিপর্যয় মোকাবিলা বাহিনী, কলকাতা পুরসভা, পূর্ত দপ্তর কাজে নেমে পড়েছে।
- অন্ধ্রপ্রদেশ উপকূলের আরও কাছে অশনি।
- পুরী থেকে ৫৭০ কিলোমিটার দূরে অশনি।
- দক্ষিণবঙ্গ জুড়ে শুরু ঝড়, কলকাতায় বৃষ্টি।
- দুর্যোগের জেরে চেন্নাই বিমানবন্দরে বাতিল হায়দরাবাদ, বিশাখাপত্তনম, জয়পুর, মুম্বই থেকে আসা ১০টি বিমান।
- বিশাখাপত্তনমে সমুদ্র উত্তাল। বৃষ্টির সঙ্গে বইছে দমকা হাওয়া।
- অশনির প্রভাবে আগামী চার থেকে পাঁচদিন কলকাতা ও দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস।
- সাগরের SDPO, BDO-কে সঙ্গে নিয়ে গঙ্গাসাগরের বাঁধের অবস্থা খতিয়ে দেখতে কচুবেড়িয়া, মুড়িগঙ্গার নদীবাঁধ জলপথে পরিদর্শন করলেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম হাজরা।
- আর কিছুক্ষণের মধ্যে কলকাতা হাওড়ায় শুরু বৃষ্টি।
- আমফানে অভিজ্ঞতা এখনও টাটকা, যশের ক্ষত শুকোয়নি। তায় অশনির সংকেত পেয়ে আতঙ্কে কাঁটা বকখালির বাসিন্দারা।
- এই মুহূর্তে অন্ধ্রপ্রদেশের কাঁকিনাড়া থেকে ৩০০ কিলোমিটার দক্ষিণ পূর্বে অবস্থান করছে অতি শক্তিশালী ঘূর্ণিঝড়।
- অশনির আশঙ্কায় বাবুঘাটে তৎপর পুলিশ।
ঘূর্ণিঝড় অশনির প্রভাবে অন্ধ্রপ্রদেশের শ্রিকাকুলামে চলছে ঝড় ও ভারী বর্ষণ
- ঝড়ের আশঙ্কায় কাল-পরশু বিদ্যুৎ বিচ্ছিন্ন রাখা হবে কলকাতার সমস্ত ত্রিফলা বাতিস্তম্ভে।
- শুক্রবার পর্যন্ত উপকূলবর্তী জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা।
- অশনির প্রভাবে উত্তাল বঙ্গোপসাগর, ৪৮ ঘণ্টা দিঘার সমুদ্রে নামায় নিষেধাজ্ঞা জারি হয়েছে।
- হাওড়া ও দুই ২৪ পরগনায় আজ ও আগামী ২ দিন ভারী বৃষ্টির পূর্বাভাস।
- পুরী থেকে এই মুহূর্তর ৫৯০ কিমি দূরে অবস্থান করছে ঘূর্ণিঝড় অশনি।
- ঘূর্ণিঝড় অশনির প্রভাবে ওড়িশা উপকূলে ১২০ কিলোমিটার বেগে শুরু হয়েছে ঝড়।
- বিশাখাপত্তনম থেকে ৪১০ কিলোমিটার দূরে অবস্থান করছে ঘূর্ণিঝড় ‘অশনি’।