COVID-19 Positive Sujan Chakraborty: করোনা আক্রান্ত সুজন চক্রবর্তী, ভর্তি হাসপাতালে
করোনার ত্রাসে গোটা দেশে। হু হু করে বাড়ছে সংক্রমণ। পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে ধীরে ধীরে। এদিকে রাজ্যে চলছে বিধানসভা নির্বাচন। এরমধ্যে এবার করোনায় আক্রান্ত হলেন সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী (Sujan Chakraborty)।
কলকাতা, ২১ এপ্রিল: করোনার ত্রাসে গোটা দেশে। হু হু করে বাড়ছে সংক্রমণ। পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে ধীরে ধীরে। এদিকে রাজ্যে চলছে বিধানসভা নির্বাচন। এরমধ্যে এবার করোনায় আক্রান্ত হলেন সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী (Sujan Chakraborty)। তিনিও বিধানসভা নির্বাচনে যাদবপুর কেন্দ্রের প্রার্থী। গত ১০ তারিখে চতুর্থ দফায় সেখানে ভোটগ্রহণ হয়েছে। জানা গেছে, মৃদু উপসর্গ দেখা দেওয়ায় মঙ্গলবার রাতেই সুজনবাবুকে হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর বুকের স্ক্যানও করা হয়েছে। তবে সুজনবাবু একা নন, দেশজুড়ে চলতে থাকা কোভিডের সেকেন্ড ওয়েভে অনেক ভোটপ্রার্থীই মারণ রোগের কবলে পড়েছেন। এই তালিকায় চুঁচুড়ার তৃণমূল প্রার্থী অসিত মজুমদার রয়েছেন। আরও পড়ুন-COVID Positive Nepal Former King and Queen: কুম্ভমেলা থেকে ফিরে সস্ত্রীক করোনা আক্রান্ত নেপালের প্রাক্তন রাজা জ্ঞানেন্দ্র
করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন মুর্শিদাবাদের সামশেরগঞ্জের কংগ্রেস প্রার্থী রেজাউল হক। ও জঙ্গিপুরে আরএসপি প্রার্থী প্রদীপ নন্দী। করোনা কেড়েছে মুরারইয়ের বিদায়ী বিধায়ক আবদুর রহমানের প্রাণ। এদিকে সুজনবাবুর গাড়ি চালক গতবছর করোনায় আক্রান্ত হয়েছিলেন। সে সময় সুরক্ষার কারণে বেশ কয়েকদিনের জন্য নিভৃতবাসে চলে যান প্রবীণ সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী। তাঁর কোভিড টেস্টও হয়েছিল সে সময়। তবে রিপোর্ট নেগেটিভ আসে।