Security At WB SSC Building: CRPF-এর নজরদারিতে এসএসসি ভবন, বেলা তিনটেয় হাইকোর্টে শুনানি
কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে মধ্যরাতেই এসএসসি-র দপ্তর আচার্য সদন ঘিরে ফেলল কেন্দ্রীয় বাহিনী (CRPF)।
কলকাতা, ১৯ মে: কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে মধ্যরাতেই এসএসসি-র দপ্তর আচার্য সদন ঘিরে ফেলল কেন্দ্রীয় বাহিনী (CRPF)। গতকাল বুধবার SSC-র দুর্নীতি সংক্রান্ত জিজ্ঞাসাবাদের জন্য সিবিআই দপ্তরে যান রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টেপাধ্যায়।এর পরেপরেই এসএসসি-র চেয়ারম্যানের পদ থেকে ইস্তফা দেন সিদ্ধার্থ মজুমদার। এরপরেই চেয়ারম্যান পদে বসেন আইএএস পদমর্জদার শুভ্র চক্রবর্তী।
এসএসসির-র দপ্তরের এহেন রদবদলে চিন্তিত হয়ে পড়েন দুর্নীতির মামলাকারীরা। এই রদবদলের জেরে আচার্য ভবনে এসএসসির নথির সুরক্ষা সুনিশ্চিত করতে তাঁরা আদালতের দ্বারস্থ হন। মধ্যরাতেই নথির সুরক্ষায় এসএসসি ভবনের নিরাপত্তার দায়িত্ব নেয় সিআরপিএফ। রাত দুটো বেজে ৫০ মিনিট পর্যন্ত এসএসসি ভবনে সিআরপিএফকে ঢুকতে দেওয়া হয়নি। ভিতরে থাকা পুলিশকে বেরতেও দেওয়া হয়নি। এরপর পাঁচিল টপকে সিআরপিএফ আচার্য ভবনে ঢোকে।
আজ বেলা একটায় এসএসসি-র সেইসব নথি আসবে কলকাতা হাইকোর্টে। তার আগে বেলা সাড়ে বারোটা থেকে সিসিটিভির নজরদারি শুরু হবে আচার্য ভবনে।