Coronavirus Scare: করোনা আতঙ্কে মাস্কের কালোবাজারি রুখতে হানা এনফোর্সমেন্ট ব্রাঞ্চের
করোনাভাইরাসের (Coronavirus) আতঙ্ক ছড়িয়েছে সাধারণ মানুষের মনে। আর সেটাই কাজে লাগিয়ে চলছে জোর কালোবাজারি। চলছে মাস্কের (Masks) কালোবাজারি। যদিও কালোবাজারি যে বরদাস্ত করবে না রাজ্য, তা স্পষ্ট করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি (Mamata Banerjee)। আর সে কারণে ওষুধের দোকানগুলিতে হানা দিতে শুরু করল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ (Enforcement Branch)। গতকাল কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতাল চত্বরে হানা দেয় তারা। এছাড়া আতঙ্ক সামাল দিতে হেল্প লাইন খুলছে নবান্ন। জেলায় জেলায় তৈরি কুইক রেসপন্স টিম। করোনা নিয়ে অযথা আতঙ্ক নয়। বলছে প্রশাসন। তবে এই আতঙ্কের আবহেই নতুন সমস্যার অভিযোগ বাজার থেকে হঠাত্ই উধাও সংক্রমণ থেকে বাঁচতে প্রয়োজনীয় N95 মাস্ক! সমস্যা হ্যান্ড স্যানিটাইজার নিয়েও। পুলিস-এনফোর্সমেন্ট ব্রাঞ্চকে কড়া পদক্ষেপের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তিনি আশ্বস্ত করেন, এত প্যানিক করার কোনও কারণ নেই। সবাই যাতে ভালো থাকে, তার জন্যই এই মিটিং।
কলকাতা, ৭ মার্চ: করোনাভাইরাসের (Coronavirus) আতঙ্ক ছড়িয়েছে সাধারণ মানুষের মনে। আর সেটাই কাজে লাগিয়ে চলছে জোর কালোবাজারি। চলছে মাস্কের (Masks) কালোবাজারি। যদিও কালোবাজারি যে বরদাস্ত করবে না রাজ্য, তা স্পষ্ট করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি (Mamata Banerjee)। আর সে কারণে ওষুধের দোকানগুলিতে হানা দিতে শুরু করল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ (Enforcement Branch)। গতকাল কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতাল চত্বরে হানা দেয় তারা। এছাড়া আতঙ্ক সামাল দিতে হেল্প লাইন খুলছে নবান্ন। জেলায় জেলায় তৈরি কুইক রেসপন্স টিম। করোনা নিয়ে অযথা আতঙ্ক নয়। বলছে প্রশাসন। তবে এই আতঙ্কের আবহেই নতুন সমস্যার অভিযোগ বাজার থেকে হঠাত্ই উধাও সংক্রমণ থেকে বাঁচতে প্রয়োজনীয় N95 মাস্ক! সমস্যা হ্যান্ড স্যানিটাইজার নিয়েও। পুলিস-এনফোর্সমেন্ট ব্রাঞ্চকে কড়া পদক্ষেপের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তিনি আশ্বস্ত করেন, এত প্যানিক করার কোনও কারণ নেই। সবাই যাতে ভালো থাকে, তার জন্যই এই মিটিং।
২৪ ঘণ্টার খবর অনুযায়ী, গতকাল বিকেলেই মেডিকেল কলেজ চত্বরের ওষুধের দোকানগুলিতে হানা দেয় কলকাতা পুলিসের এনফোর্সমেন্ট ব্রাঞ্চ। বিভিন্ন দোকান থেকে ক্যাশমেমো, রেজিস্ট্রার বাজেয়াপ্ত করা হয়েছে। বাজেয়াপ্ত হয়েছে কিছু মাস্কও। দোকানদারদের নির্দেশ দেওয়া হয়েছে, সামনে বোর্ড টাঙিয়ে লিখে রাখতে হবে, কোথা থেকে মাস্ক কিনছেন, কত দামে বিক্রি করছেন, কত বিক্রি হচ্ছে ইত্যাদি। আরও পড়ুন: Coronavirus Scare In India: রাজ্যে করোনাভাইরাসে কেউ আক্রান্ত হয়নি, নবান্নে বৈঠকের পর জানালেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি
পরিস্থিতি পর্যালোচনায় শুক্রবার নবান্নে উচ্চপর্যায়ের বৈঠক করেন মমতা ব্যানার্জি। ওই বৈঠকে ছিলেন রেল, বন্দরের মতো কেন্দ্রীয় সংস্থার প্রতিনিধিরা। বিমানবন্দরের পাশাপাশি, সীমান্তের চেকপোস্টগুলিতে বিশেষ ক্রিনিংয়ের উদ্যোগ নেওয়া হয়েছে। খোলা হয়েছে কল সেন্টার, হেল্পলাইন। 1800 313 444 222 নম্বরে ফোন করে কলসেন্টারে যোগাযোগ করা যাবে। হেল্পলাইন নম্বর হল 033 2341 2600। জেলায় জেলায় কুইক রেসপন্স টিম তৈরি রাখছে রাজ্য।
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)