Coronavirus Outbreak In Kolkata: কাল থেকে বিকেল ৪টেয় ছুটি সরকারি কর্মচারীদের, ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির
রাস্তাঘাটে অফিসফেরত যাত্রীদের ভিড় কমাতে সরকারি কর্মীদের (State government employees) আগে ছুটি দেওয়ার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি (Mamata Banerjee)। আগামীকাল, বৃহস্পতিবার থেকে বিকেল ৪টে পর্যন্ত অফিস করবেন সরকারি কর্মীরা। বুধবার মুখ্যমন্ত্রী বলেন, ''কাল থেকে অফিস হালকা করতে চাই। বিকেল ৪ পর্যন্ত রোস্টার করে দেওয়া হবে। ১০ থেকে সাড়ে ৫ টা নয়, ৪টের মধ্যে ছুটি করে দেব। যাতে একই সময়ে বাসে, রেলস্টেশনে ভিড় বেশি না হয়। বাড়ি কিন্তু অনেক নিরাপদ। আপনারা সকলে ভালো থাকলে রাজ্যটা ভালো থাকবে। এই দু'সপ্তাহ সতর্ক থাকতে হবে।'' এর পাশাপাশি শরীর খারাপ হলে অনলাইন আবেদনে মেডিক্যাল লিভ মঞ্জুর করে দেওয়ার কথাও জানান মমতা।
কলকাতা, ১৮ মার্চ: রাস্তাঘাটে অফিসফেরত যাত্রীদের ভিড় কমাতে সরকারি কর্মীদের (State government employees) আগে ছুটি দেওয়ার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি (Mamata Banerjee)। আগামীকাল, বৃহস্পতিবার থেকে বিকেল ৪টে পর্যন্ত অফিস করবেন সরকারি কর্মীরা। বুধবার মুখ্যমন্ত্রী বলেন, ''কাল থেকে অফিস হালকা করতে চাই। বিকেল ৪ পর্যন্ত রোস্টার করে দেওয়া হবে। ১০ থেকে সাড়ে ৫ টা নয়, ৪টের মধ্যে ছুটি করে দেব। যাতে একই সময়ে বাসে, রেলস্টেশনে ভিড় বেশি না হয়। বাড়ি কিন্তু অনেক নিরাপদ। আপনারা সকলে ভালো থাকলে রাজ্যটা ভালো থাকবে। এই দু'সপ্তাহ সতর্ক থাকতে হবে।'' এর পাশাপাশি শরীর খারাপ হলে অনলাইন আবেদনে মেডিক্যাল লিভ মঞ্জুর করে দেওয়ার কথাও জানান মমতা।
করোনাভাইরাসে (Coronavirus) আক্রান্ত আমলার ছেলে, নাম না করে এই বিষয়ে তোন দাগেন মমতা ব্যানার্জি। কলকাতায় প্রথম কেস, এমন তথ্যও ভুল বলে মনে করেন মুখ্যমন্ত্রী। তাঁর বক্তব্য, ব্রিটেন থেকে আক্রান্ত হয়ে এসেছেন ওই যুবক। কলকাতায় ধরা পড়েছে ভাইরাস। বুধবার নবান্ন চত্বরে একটি সরকারি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন,''কলকাতায় প্রথম কেস তথ্যটা ভুল। ইউকে থেকে কলকাতা নিয়ে এসেছে।" আরও পড়ুন: Coronavirus Scare In West Bengal: করোনাভাইরাসের আতঙ্কে গোমুত্র পান, অসুস্থ হয়ে ঝাড়গ্রাম হাসপাতালে ভর্তি যুবক
পাশাপাশি ওই যুবক ও তাঁর পরিবারের দায়বদ্ধতা নিয়েও ক্ষোভপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, " দায়বদ্ধতা থাকবে না? একটা জায়গা থেকে আসছি। রোগের প্রার্দুভাব বেশি, আমি কেন নিজেকে আইসোলেট করে রাখব না। ভিভিআইপি থেকে এলআইপি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। ডাক্তার বলা সত্ত্বেও দেরি করেছে। এখানে-ওখানে ঘুরে বেরিয়েছে। তার মানে কত লোকের সংস্পর্শে এসেছে। বন্যা হলে সবার বাড়িতে জল ঢোকে।"