Coronavirus In West Bengal: এনআরএস হাসপাতালে ফের করোনা আক্রান্ত ৩ প্রসূতি

এনআরএস হাসপাতালে (NRS Hospital) ফের করোনাভাইরাসে (Coronavirus) আক্রান্ত হলেন ৩ প্রসূতি। গতকাল তাঁদের নমুনা পরীক্ষা পজিটিভ এসেছে। সম্প্রতি ৩ জনই সন্তান প্রসব করেন। তাঁদের কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। এদিকে দেশে করোনায় আক্রান্তের সংখ্যা ৮৬ হাজার ছুঁইছুঁই। গত ২৪ ঘণ্টায় ১০৩ জনের মৃত্য়ুতে মৃতের সংখ্যা ২৭৫২। জানাল স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক।

ভারতে করোনাভাইরাস (Photo Credits: PTI)

কলকাতা, ১৬ মে: এনআরএস হাসপাতালে (NRS Hospital) ফের করোনাভাইরাসে (Coronavirus) আক্রান্ত হলেন ৩ প্রসূতি। গতকাল তাঁদের নমুনা পরীক্ষা পজিটিভ এসেছে। সম্প্রতি ৩ জনই সন্তান প্রসব করেন। তাঁদের কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। এদিকে দেশে করোনায় আক্রান্তের সংখ্যা ৮৬ হাজার ছুঁইছুঁই। গত ২৪ ঘণ্টায় ১০৩ জনের মৃত্য়ুতে মৃতের সংখ্যা ২৭৫২। জানাল স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক।

গতকাল পর্যন্ত রাজ্যে করোনায় মৃত্যু হয়েছে ১৫৩ জনের। আক্রান্ত হয়েছেন এখনও পর্যন্ত ২ হাজার ৪৬১ জন। যার ১ হাজার ৩৯৪ জনের চিকিৎসা চলছে। সুস্থ হয়ে ছাড়া পেয়েছেন ৮২৯ জন। সুস্থতার হার ৩৩.৬৯ শতাংশ। কোমর্বিডিটিতে মৃত্যুর সংখ্যা ৭২। আরও পড়ুন: Coronavirus In West Bengal: ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় মৃত্যু ১০ জনের, আক্রান্ত ৮৪

এদিকে করোনাভাইরাসে আক্রান্ত হলেন বেলেঘাটা আইডি হাসপাতালের (Beleghata I.D. And B.G. Hospital) ২ জন স্বাস্থ্য কর্মী। তাঁরা ওই হাসপাতালেই চিকিৎসাধীন। হাসপাতাল চত্বরে আবাসনে তাঁরা থাকতেন, সে দুটি আবাসনকে কনটেইনমেন্ট জোন হিসেবে ঘোষণা করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। এই আবাসনে ঢোকা-বেরোনোয় নিষেধাজ্ঞা জারি হয়েছে। ওই দুটি আবাসনের বাসিন্দা হাসপাতালের কর্মীদের আপাতত কাজে যোগ দিতে নিষেধ করা হয়েছে। কারোর উপসর্গ দেখা দিলে নমুনা পরীক্ষা হবে। পরিস্থিতি খতিয়ে দেখে এক সপ্তাহ পর সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবে হাসপাতাল কর্তৃপক্ষ।