Coronavirus in Kolkata: হোম কোয়ারান্টাইন নিয়ে নতুন নির্দেশিকা স্বাস্থ্য দপ্তরের, জেনে নিন কী কী আছে তাতে

হোম কোয়ারান্টাইন (Home quarantine) নিয়ে নতুন নির্দেশিকা প্রকাশ করল রাজ্য স্বাস্থ্য দপ্তর (Department of health) । ১৩ দফা বিধিনিষেধ আছে সেই নির্দেশিকায়। হোম কোয়ারান্টাইনে কী করা যাবে, আর কী করা যাবে না, তা উল্লেখ রয়েছে। রাজ্যে এখনও পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৯। মৃত্যু হয়েছে দমদমের বাসিন্দা এক ব্যক্তির। বাইরে থেকে কেউ এলে তাঁকে ১৪ দিন বাধ্যতামূলকভাবে হোম কোয়ারান্টাইনে থাকার নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। কেউ যদি নিজেকে অসুস্থ বোধ করেন, তাঁর শরীরে যদি উপসর্গ দেখা দেয়, তাহলে তাঁকেও নিজেকে বাড়িতে কোয়ারান্টাইনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

করোনাভাইরাস (Photo Credits: IANS)

কলকাতা, ২৫ মার্চ: হোম কোয়ারান্টাইন (Home quarantine) নিয়ে নতুন নির্দেশিকা প্রকাশ করল রাজ্য স্বাস্থ্য দপ্তর (Department of health) । ১৩ দফা বিধিনিষেধ আছে সেই নির্দেশিকায়। হোম কোয়ারান্টাইনে কী করা যাবে, আর কী করা যাবে না, তা উল্লেখ রয়েছে। রাজ্যে এখনও পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৯। মৃত্যু হয়েছে দমদমের বাসিন্দা এক ব্যক্তির। বাইরে থেকে কেউ এলে তাঁকে ১৪ দিন বাধ্যতামূলকভাবে হোম কোয়ারান্টাইনে থাকার নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। কেউ যদি নিজেকে অসুস্থ বোধ করেন, তাঁর শরীরে যদি উপসর্গ দেখা দেয়, তাহলে তাঁকেও নিজেকে বাড়িতে কোয়ারান্টাইনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

কী বলা হয়েছে নতুন নির্দেশিকায়--

আরও পড়ুন: Kolkata: কোয়ারান্টাইন সেন্টারের জন্য ‘ফোর্ট রায়চক’ দিলেন শিল্পপতি হর্ষ নেওটিয়া, ইডেন দেওয়ার প্রস্তাব সৌরভ গাঙ্গুলির

এদিকে করোনাভাইরাসের মোকাবিলায় এবার কঠোর হল কলকাতা পুলিশ। লকডাউনের সময় রাস্তায় বের হলে হাতে বিশেষ স্ট্যাম্প লাগানোর প্রক্রিয়া শুরু হল। এর ফলে কোনও ব্যক্তি নির্দেশ অমান্য করে লকডাউনের সময় রাস্তায় বের হচ্ছেন কি না, তা সহজে চিহ্নিত করা যাবে। করোনাভাইরাস মোকাবিলায় ঘরে থাকাই একমাত্র হাতিয়ার বলে বারবার সতর্ক করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞ এবং প্রশাসনিক কর্তারা। তার পরেও অনেকেই লক ডাউনের নির্দেশ ঠিকমতো পালন করছেন না। সেই কারণেই এবার হাতের কবজিতে একটি বিশেষ ছাপ লাগানোর প্রক্রিয়া শুরু হল। ভোটের সময় যে কালি দিয়ে আঙুলে দাগ লাগানো হয়, সেই একই কালি দিয়ে হাতে ছাপ মারা হচ্ছে। জরুরি প্রয়োজন ছাড়া কাউকে বাইরে ঘুরে বেড়াতে দেখলে প্রথম তাঁকে সতর্ক করা হবে বলে জানিয়েছে প্রশাসন। দ্বিতীয় বার নিয়ম ভেঙে ধরা পড়লে ছয় মাসের কারাবাস হবে।