Coronavirus In Kolkata: মাস্ক তৈরি করবে তন্তুজ ও বঙ্গশ্রী, অর্ডার দেড় লাখের
জোগান স্বাভাবিক রাখতে এবার সরকারি সংস্থাকে মাস্ক (Mask) তৈরির নির্দেশ সরকারের। সরকারি দুই সংস্থা তন্তুজ (Tantuja) ও বঙ্গশ্রীকে (Bangasree) দেড় লাখ মাস্ক তৈরির নির্দেশ দিয়েছেন রাজ্যের ক্ষুদ্র, ছোটো ও মাঝারি শিল্প মন্ত্রী স্বপন দেবনাথ (Swapan Debnath)। রাজ্য সরকারের অধীনস্ত বঙ্গশ্রীর তৈরির মাস্ক চলতি সপ্তাহেই এসে যাবে বলে জানিয়েছেন স্বপনবাবু। পাশাপাশি, তন্তুজের মাস্কও সামনের সপ্তাহের গোড়ায় এসে যাবে বলে তিনি আশা করছেন। প্রয়োজন অনুযায়ী, তন্তুজ আরও বেশি পরিমাণ মাস্কের জোগান দেবে বলে স্বপনবাবু জানান।
কলকাতা, ১৮ মার্চ: জোগান স্বাভাবিক রাখতে এবার সরকারি সংস্থাকে মাস্ক (Mask) তৈরির নির্দেশ সরকারের। সরকারি দুই সংস্থা তন্তুজ (Tantuja) ও বঙ্গশ্রীকে (Bangasree) দেড় লাখ মাস্ক তৈরির নির্দেশ দিয়েছেন রাজ্যের ক্ষুদ্র, ছোটো ও মাঝারি শিল্প মন্ত্রী স্বপন দেবনাথ (Swapan Debnath)। রাজ্য সরকারের অধীনস্ত বঙ্গশ্রীর তৈরির মাস্ক চলতি সপ্তাহেই এসে যাবে বলে জানিয়েছেন স্বপনবাবু। পাশাপাশি, তন্তুজের মাস্কও সামনের সপ্তাহের গোড়ায় এসে যাবে বলে তিনি আশা করছেন। প্রয়োজন অনুযায়ী, তন্তুজ আরও বেশি পরিমাণ মাস্কের জোগান দেবে বলে স্বপনবাবু জানান।
সংবাদ প্রতিদিনের খবর অনুযায়ী, স্বপনবাবু বুধবার জানান, বঙ্গশ্রীকে ৫০ হাজার ও তন্তুজকে ১ লাখ মাস্ক তৈরির জন্য নির্দেশ দেওয়া হয়েছে। এদিনই তন্তুজের আধিকারিকদের সঙ্গে কথা বলে ১ লাখ মাস্ক তৈরির নির্দেশ দিয়েছেন মন্ত্রী। স্বপনবাবু বলেন, “করোনা নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। সাবধানতা প্রয়োজন। তার জন্য মাস্ক ব্যবহার করা উচিৎ। বাজারে জোগান কম রয়েছে। তার জন্য বঙ্গশ্রীকে আগেই ৫০ হাজার মাস্ক তৈরি করতে বলেছিলাম। তন্তুজওকে ১ লাখ মাস্ক তৈরির জন্য বলা হয়েছে।” আরও পড়ুন: Coronavirus In Kolkata: করোনাভাইরাসে আক্রান্ত ছেলে, রাইটার্সে বন্ধ করা হল আমলার অফিস
স্বপনবাবু তন্তুজের চেয়ারম্যান পদেও রয়েছেন। তন্তুজের শোরুমগুলি থেকেই এই মাস্ক বিক্রি করা হবে বলে জানা গিয়েছে। বাজার চলতি মাস্কের তুলনায় গুণামানে ভালো হবে বলে মন্ত্রীর দাবি। দামও কম থাকবে। মাস্কগুলি যাতে করোনাভাইরাস রুখতে সক্ষম হয় সেদিকেও গুরুত্ব দিতে বলা হয়েছে প্রস্তুতকারী দুই সংস্থাকে।