Coronavirus In Kolkata: করোনাভাইরাসে আক্রান্ত যুবকের শারীরিক অবস্থা স্থিতিশীল, পরিবারের ৬ সদস্য ভর্তি আইসোলেশন ওয়ার্ডে
And B.G. Hospital) কর্তৃপক্ষ। তাঁর পরিবাররে ছয় সদস্যকেও হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যেকেরই লালারসের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। ওই রিপোর্টের অপেক্ষায় রয়েছেন চিকিৎসকরা। বুধবার বেলেঘাটা আইডি হাসপাতালের সুপার অনিমা হালদার (Anima Halder) বলেন, ‘‘ওই যুবকের বাবা, মাসহ মোট ছ’জন এখন বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি রয়েছেন। আপাতত তাঁদেরকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। মেডিকেল টেস্টের রিপোর্ট এলে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।’’
কলকাতা, ১৮ মার্চ: করোনাভাইরাসে (Coronavirus) আক্রান্ত যুবকের শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানাল বেলেঘাটা আইডি হাসপাতাল (Beleghata I.D. And B.G. Hospital) কর্তৃপক্ষ। তাঁর পরিবাররে ছয় সদস্যকেও হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যেকেরই লালারসের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। ওই রিপোর্টের অপেক্ষায় রয়েছেন চিকিৎসকরা। বুধবার বেলেঘাটা আইডি হাসপাতালের সুপার অনিমা হালদার (Anima Halder) বলেন, ‘‘ওই যুবকের বাবা, মাসহ মোট ছ’জন এখন বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি রয়েছেন। আপাতত তাঁদেরকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। মেডিকেল টেস্টের রিপোর্ট এলে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।’’
হাসপাতালের তরফে জানা গেছে, করোনাভাইরাসে আক্রান্ত ওই যুবককে ইতিমধ্যেই একটি আন্তর্জাতিক মানের আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছে। এ ছাড়া, তাঁর পরিবারের সকলকেই সম্পূর্ণ আলাদা ওয়ার্ডে রাখা হয়েছে। তাঁদের সঙ্গে অন্য কোনও রোগীকে রাখা হয়নি। সবাই চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন। শুধুমাত্র নির্দিষ্ট চিকিৎসক বা চিকিৎসা-কর্মী ছাড়া আর কাউকেও ওই ওয়ার্ডে ঢুকতে দেওয়া হচ্ছে না। গোটা বিষয়টি নজর রাখছে স্বাস্থ্য ভবন। আজ স্বাস্থ্য ভবনে একটি বৈঠক হওয়ার কথা রয়েছে এই বিষয়ে। আরও পড়ুন: Disinfection Work Starts At Nabanna: আমলার ছেলে করোনাভাইরাসে আক্রান্ত, নবান্নকে জীবাণুমুক্ত করার কাজ চলছে
১৬ মার্চ রাতে কলকাতা বিমানবন্দরে নমেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ওই পড়ুয়া। যে বিমানে তিনি কলকাতায় এসেছিলেন, সেই বিমানযাত্রীদের তালিকা চেয়ে পাঠানো হয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে। কারণ, তাঁদের সংক্রমণের আশঙ্কা রয়েছে। ওই সমস্ত যাত্রীর তালিকা বার করে স্বাস্থ্য দফতরের কাছে পাঠানো হবে