Coronavirus Cases in West Bengal: রাজ্যে করোনার সংক্ৰমিতের সংখ্যা ৮ হাজার নিচে, মৃত্যু সংখ্যা শতাধিকই

রাজ্যে অনেকটা স্বস্তিতে রাখল করোনা সংক্রমণের সংখ্যা। করোনার সংক্ৰমণ কমার পাশাপাশি বাড়ল কড়া বিধিনিষেধে শিথিলতার সম্ভাবনাও। বেশকিছু দিন পর করোনার সংক্ৰমিতের সংখ্যা ৮ হাজার নিচে নামল। গত ২৪ ঘণ্টায় ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তের সংখ্যা ৭ হাজার ৯১৩ জন। মারণ ভাইরাসে বলি হয়েছে ১১৩ জন।

করোনা

কলকাতা, ৪ জুন: রাজ্যে অনেকটা স্বস্তিতে রাখল করোনা (COVID-19 Cases) সংক্রমণের সংখ্যা। করোনার সংক্ৰমণ কমার পাশাপাশি বাড়ল কড়া বিধিনিষেধে শিথিলতার সম্ভাবনাও। বেশকিছু দিন পর করোনার সংক্ৰমিতের সংখ্যা ৮ হাজার নিচে নামল। গত ২৪ ঘণ্টায় ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তের সংখ্যা ৭ হাজার ৯১৩ জন। মারণ ভাইরাসে বলি হয়েছে ১১৩ জন।

সংক্রমণের নিরিখে শীর্ষে রয়েছে উত্তর ২৪ পরগনা। সেখানে দৈনিক আক্রান্তের সংখ্যা ১ হাজার ৬৮৬। কলকাতায় আক্রান্ত হয়েছে আরও ৮৯৯ জন। সেইসঙ্গে কোভিডে মৃত্যুর সংখ্যা মোট ১৬ হাজারের গণ্ডি পার করল। রাজ্যে এখনও পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ১৪ লক্ষ ১১ হাজার ৪৪৮ জন। রাজ্যে সক্রিয় করোনা রোগীর সংখ্যা নেমে দাঁড়িয়েছে ৫৩ হাজার ২৩ জনে। রাজ্যে ডিসচার্জ রেট নেমেছে ৯৫.১১ শতাংশে। গতকালের থেকে খানিকটা কমেছে মৃত্যু সংখ্যা। এদিকে আজ থেকেই ৩ ঘণ্টার জন্য খোলে শহরের হোটেল, রেস্তোরাঁগুলি। আরও পড়ুন, সংক্রমণ কমলেও করোনায় নিম্নমুখী সুস্থতার হার, চিন্তিত বিশেষজ্ঞরা

অন্যদিকে সারাদিনে দেশে নতুন সংক্রামিতর সংখ্যা ১ লাখ ৩২ হাজার ৩৬৪৷  বৃহস্পতিবার করোনাকে হারিয়ে বাড়িতে ফিরেছেন ২ লাখ ৭ হাজার ৭১ জন৷ গতকাল দেশে করোনার বলি ২ হাজার ৭১৭ জন৷ স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী দেশে মোট কোভিড রোগীর সংখ্যা ২ কোটি ৮৫ লাখ ৭৪ হাজার ৩৫০৷ দেশে করোনাজয়ীর মোট সংখ্যা ২ কোটি ৬৫ লাখ ৯৭ হাজার ৬৫৫৷