Coronavirus Cases in West Bengal: রাজ্যজুড়ে করোনায় আক্রান্ত ৫, ২৭৪ জন, অনেকটা কমল মৃতের সংখ্যা

রাজ্যজুড়ে করোনা আক্রান্তের সংখ্যা খানিকটা নিয়ন্ত্রণে। বৃহস্পতিবার, ১০ জুন স্বাস্থ্য দফতরের শেষ বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছে ৫, ২৭৪ জন। একই সময়ে মারণ ভাইরাসের কবলে প্রাণ হারিয়েছেন ৮৭। রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হল ১৪,৪২,৮৩০ জন।

করোনা

কলকাতা, ১০ জুন: রাজ্যজুড়ে করোনা আক্রান্তের (COVID-19) সংখ্যা খানিকটা নিয়ন্ত্রণে। বৃহস্পতিবার, ১০ জুন স্বাস্থ্য দফতরের শেষ বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছে ৫, ২৭৪ জন। একই সময়ে মারণ ভাইরাসের কবলে প্রাণ হারিয়েছেন ৮৭। রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হল ১৪,৪২,৮৩০ জন।

রাজ্যে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ১৪,৭১৯ জন। অনেকটাই কমেছে মৃত্যুর হার। রাজ্যে এখনও পর্যন্ত করোনায় মোট মৃতের সংখ্যা ১৬,৬৪২ জন। এখনও পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৪,১৬,৭৪৩। আজ সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫,১৭০ জন। আরও পড়ুন, দেশে সর্বাধিক দৈনিক মৃত্যু, ২৪ ঘণ্টায় কোভিডের বলি ৬ হাজার ১৪৮ জন

বুধবার সারাদিনে দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৯৪ হাজার ৫২ জন৷ হাসপাতাল থেকে বাড়িতে ফিরেছেন ১ লাখ ৫১ হাজার ৩৬৭ জন৷ তবে করোনায় দৈনিক মৃত্যু সমস্ত পুরোনো রেকর্ড ভেঙে দিয়েছে৷ গতকাল সারাদিনে দেশে কোভিডের বলি ৬ হাজার ৬ হাজার ১৪৮ জন৷ স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী দেশে মোট কোভিড আক্রান্তের সংখ্যা ২ কোটি ৯১ লাখ ৮৩ হাজার ১২১ জন৷