Coronavirus in Kolkata: রাজ্যে করোনায় নতুন করে আক্রান্ত ১৬ জন, মোট সংখ্যা বেড়ে ৫৩
করোনায় (Coronavirus) এই রাজ্যে নতুন করে আক্রান্ত হলেন ১৬ জন। বৃহস্পতিবার বিকেলে নবান্নে আয়োজিত সাংবাদিক বৈঠকে একথা জানান করোনা টাস্ক ফোর্সের সদস্যরা। ফলে রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫৩। তবে পাশাপাশি একই দিনে মিলেছে ন’জন করোনা আক্রান্তের সেরে ওঠার খবরও। বৃহস্পতিবার আইডি হাসপাতালে চিকিৎসাধীন ওই রোগীদের কোভিড-১৯ সোয়াব নমুনা পরীক্ষার প্রথম রিপোর্ট নেগেটিভ এসেছে।
কলকাতা, ৩ এপ্রিল: করোনায় (Coronavirus) এই রাজ্যে নতুন করে আক্রান্ত হলেন ১৬ জন। বৃহস্পতিবার বিকেলে নবান্নে আয়োজিত সাংবাদিক বৈঠকে একথা জানান করোনা টাস্ক ফোর্সের সদস্যরা। ফলে রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫৩। তবে পাশাপাশি একই দিনে মিলেছে ন’জন করোনা আক্রান্তের সেরে ওঠার খবরও। বৃহস্পতিবার আইডি হাসপাতালে চিকিৎসাধীন ওই রোগীদের কোভিড-১৯ সোয়াব নমুনা পরীক্ষার প্রথম রিপোর্ট নেগেটিভ এসেছে।
এই তালিকায় একজন ৭৬ বছরের বৃদ্ধা ও ছ’বছরের এক শিশুও সামিল। আজ, শুক্রবার ওই ন’জনের ফের একদফা সোয়াব পরীক্ষা হবে। রিপোর্ট নেগেটিভ এলে তাঁদের ছেড়ে দেওয়া হবে হাসপাতাল থেকে। এ পর্যন্ত করোনা থেকে মোট ১২ জন সেরে উঠলেন রাজ্যে। ভারতে করোনাভাইরাস (Coronavirus) আক্রান্তের সংখ্যা গত কয়েক দিনে লাফিয়ে বেড়েছে। COVID-19 -এ ভারতে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২,৩০১ জন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের মতে, এই সংখ্যায় ১৫৬ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন, ৫৭ জন মারা গেছেন এবং ১ জনকে স্থানান্তরিত অন্তর্ভুক্ত রয়েছে। শুক্রবার সকাল সাড়ে দশটায় সরকারী সংখ্যা প্রকাশ করা হয়েছে। আরও পড়ুন, ভারতে করোনায় আক্রান্তের সংখ্যা ২, ৩০১, মৃত ৫৭; সুস্থ অন্তত ১৫৬ জন
ফেব্রুয়ারির শেষে এবং মার্চের শুরুর দিকে নিজামউদ্দিন মারকাজ (Nizamuddin Markaz) অনুষ্ঠানে অংশ নেওয়া লোকজনের মধ্যে ইতিবাচক মামলার বৃদ্ধি পাওয়ার পরে সংখ্যাটি তীব্র আকার ধারণ করে। বৃহস্পতিবার ২৪ঘণ্টার মধ্যে ২৩৫ টি নতুন করে আক্রান্তের সংখ্যা যুক্ত হয়। করোনাভাইরাসগুলিতে কেরালার পরে মহারাষ্ট্র সবচেয়ে খারাপ প্রভাবিত রাজ্য হিসাবে অব্যাহত রয়েছে।