Victoria Memorial Station: জোরকদমে কাজ চলছে ভিক্টোরিয়া মেমোরিয়াল মেট্রো স্টেশনের কাজ, নজরদারি রাখবে আইআইটি মাদ্রাজ

জটিলতা কাটিয়ে অবশেষে শুরু হল ভিক্টোরিয়া মেমোরিয়াল স্টেশন তৈরির কাজ। এই স্টেশনটি সরাসরি যুক্ত কবে জোকা-এসপ্ল্যানেড মেট্রো রুটকে।

জটিলতা কাটিয়ে অবশেষে শুরু হল ভিক্টোরিয়া মেমোরিয়াল স্টেশন (Victoria Memorial Station) তৈরির কাজ। এই স্টেশনটি সরাসরি যুক্ত কবে জোকা-এসপ্ল্যানেড মেট্রো রুটকে। ফলে এই স্টেশনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই মেট্রো স্টেশনের দৈর্ঘ্য হতে চলেছে ৩২৫ মিটার। তবে স্টেশনের সুরঙ্গ তৈরি নিয়েই শুরু হয়েছিল মূল জটিলতা। কারণ এই মেট্রো স্টেশন তৈরি করলে ক্ষতিগ্রস্থ হওয়ার সম্ভাবনা ছিল ভিক্টোরিয়া মেমোরিয়ালের। তবে এখন সেই সমস্যা হবে না বলে জানা মেট্রো কর্তৃপক্ষ। আর সুড়ঙ্গ তৈরির সময় গোটা বিষয়টি নজরদারি রাখবে আইআইটি মাদ্রাজ।

বৃহস্পতিবার পূর্বরেলের সিআরপিও কৌশিক মিত্র জানান, ভিক্টোরিয়া মেমোরিয়াল স্টেশনের কাজ শুরু করা হয়েছে। জোকা-এসপ্ল্যানেড বা জোকা-পার্ক স্ট্রিট মেট্রোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ স্টেশন এটি। খননকার্য চালু হবে আর সেই সময় গোটা বিষয়টি তদারকি করবে আইআইটি মাদ্রাজ। আগামী ৪ মাসের মধ্যে কাজটি শেষ হয়ে যাবে এবং যে জায়গা থেকে গাছগুলি তোলা হচ্ছে সেগুলি পুনরায় প্রতিস্থাপন করা হবে।

প্রসঙ্গত, এই স্টেশনটি সরাসরি যুক্ত করবে খিদিরপুরকে। ফলে দুটি স্টেশনই মাটির তলায় তৈরি হবে। এরজন্য ব্যবহার হবে দুটি টানেল বোরিং মেশিন। আপাতত ভিক্টোরিয়ায় ১৭০ মিটার ডি-ওয়াল তৈরির কাজ সম্পূর্ণ হয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী কয়েক বছরের মধ্যে এই স্টেশন কলকাতাবাসীদের জন্য খুলে দেওয়া হবে।