Murshidabad Murder: তৃণমূলে যোগ দেওয়ার পর জয়ী কংগ্রেস প্রার্থীর ছেলেকে কুপিয়ে খুন, অশান্তি খড়গ্রামে

মা সানোয়ারা বেগম কংগ্রেসের হয়ে ভোটে দাঁড়িয়ে গ্রামসভার ভোটে জেতেন। এরপর গত রবিবার কংগ্রেস থেকে তৃণমূলে যোগ দিয়ে বুধবার পঞ্চায়েত বোর্ড গঠন প্রক্রিয়ায় অংশ নেন। প্রধান, উপপ্রধান নির্বাচিত হওয়ার পর তৃণমূলের তরফে বিকেলে স্থানীয় এলাকায় একটি মিছিল বের করা হয়েছিল। তাতে অংশ নিয়ে খুন হতে হল ছেলে হুমায়ুন কবীরকে।

প্রতীকী ছবি (Photo Credits: PTI)

খড়গ্রাম: মা সানোয়ারা বেগম কংগ্রেসের হয়ে ভোটে দাঁড়িয়ে গ্রামসভার ভোটে জেতেন (Congress winning candidate)। এরপর গত রবিবার কংগ্রেস থেকে তৃণমূলে যোগ দিয়ে বুধবার পঞ্চায়েত বোর্ড গঠন প্রক্রিয়ায় অংশ নেন। প্রধান, উপপ্রধান নির্বাচিত হওয়ার পর তৃণমূলের তরফে বিকেলে স্থানীয় এলাকায় একটি মিছিল বের করা হয়েছিল। তাতে অংশ নিয়ে খুন হতে (Killed) হল ছেলে হুমায়ুন কবীরকে। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের (Murshidabad) খড়গ্রাম (Khargram) থানার রুহিগ্রাম (Ruhigram) এলাকায়। মৃতের পরিবারের তরফে অভিযোগ উঠছে হারের প্রতিশোধ নিতেই পরাজিত প্রার্থী এই ঘটনা ঘটাতে পারে বলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রুহিগ্রামের সাদল গ্রাম পঞ্চায়েতের ২৩ আসনের মধ্যে ১৪টি আসনে আগে থেকে জিতে ছিল তৃণমূল (TMC)। পরে কয়েকজন কংগ্রেস ও নির্দল সদস্য তাদের দলে যোগ দেন। বুধবার বোর্ড গঠনের পর তৃণমূল বিজয় মিছিলে অংশ নিয়েছিলেন হুমায়ুন কবীর ও তাঁর সঙ্গীরা। সেই সময় তাঁর উপর এলোপাথাড়ি ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয় বলে অভিযোগ। রক্তাক্ত অবস্থায় ঘটনাস্থলে লুটিয়ে পড়েন হুমায়ন। তাঁর সঙ্গে জখম হন শফিকুল শেখ ও মাসুদ রানা নামে অন্য দুই ব্যক্তিও। তাঁদের তিনজনকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হলে হুমায়ুনকে মৃত বলে ঘোষণা করা হয়। বাকি দুজনের চিকিৎসা চলছে।

ইতিমধ্যে একটি মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ। তবে এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি বলেই খবর। আরও পড়ুন: BSF: মালদায় বাংলাদেশ থেকে জাল ভারতীয় টাকা পাচারের চেষ্টা ব্যর্থ করল বিএসএফ