Mamata Banerjee NITI Aayog: নীতি আয়োগ ইস্য়ুতে মমতার পাশে শুক্লা, বিপক্ষে অধীর

নীতি আয়োগের (NITI Aayog) বৈঠকে মাইক বন্ধের অভিযোগ ইস্যুতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায় (CM Mamata Banerjee)-র পাশে দাঁড়াল কংগ্রেস (Congress)।

Mamata Banerjee Cast her Vote (Photo Credits: ANI)

নীতি আয়োগের (NITI Aayog) বৈঠকে মাইক বন্ধের অভিযোগ ইস্যুতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায় (CM Mamata Banerjee)-র পাশে দাঁড়াল কংগ্রেস (Congress)। কেন্দ্রীয় বাজেটে বঞ্চনার প্রতিবাদে নীতি আয়োগের বৈঠক বয়কট করেছিল ডিএমকে, সপা, আরজেডি, জেএমএম, বামেরা সহ ইন্ডিয়া জোটের বেশীরভাগ দলই।

কিন্তু বিরোধী রাজ্যগুলির বঞ্চনার হয়ে সুর চড়াবেন বলে দিল্লিতে নীতি আয়োগের বৈঠকে যোগ দেন মমতা। কিন্তু সেই বৈঠকে তার বক্তব্যের মিনিট পাঁচেক পরই মাইক বন্ধের অভিযোগ নীতী আয়োগের বৈঠকের মাঝপথেই বেরিয়ে যান বাংলার মুখ্যমন্ত্রী।

এই ইস্যুতে মমতার পাশে দাঁড়িয়েছে ইন্ডিয়া জোটের দলগুলি। মমতার পাশে দাঁড়িয়ে কংগ্রেস নেতা তথা রাজ্যসভার সাংসদ রাজীব শুক্লা জানান, " বৈঠকে মুখ্যমন্ত্রীকে বলার পর্যাপ্ত সুযোগই দেওয়া হবে না এটা ভুল।"

দেখুন ভিডিয়ো

সঙ্গে রাজীব শুক্লা বলেন, "নীতী আয়োগের অবশ্যই সবার, বিশেষ করে রাজ্যের মুখ্যমন্ত্রীদের বক্তব্য শোনা উচিত। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যা ঘটেছে সেটা ঠিক নয়।"