CM Meeting with Junior Doctors: গড়াচ্ছে বৈঠকের সময়, নবান্নে সুর মিলছে না দু-পক্ষের, মুখ্যমন্ত্রীর সঙ্গে বাগবিতণ্ডা জুনিয়র চিকিৎসকদের

জুনিয়র চিকিৎসকেরা 'আমরন অনশন'এ বসেছেন যে ১০ দফার দাবি নিয়ে তার মধ্যে অন্যতম স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগমের অপসারণ। নবান্নে এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন তিনিও।

Mamata Banerjee (Photo Credits: ANI)

নবান্নে (Nabanna) মুখোমুখি বৈঠকে মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) এবং অনশনকারী জুনিয়র ডাক্তারদের (Junior Doctors) প্রতিনিধি দল। এর আগে চিকিৎসকদের 'লাইভ স্ট্রিমিং'এর দাবিতে নবান্নে ভেস্তে গিয়েছিল দু-পক্ষের বৈঠক। তবে এইবার তেমন কোন দাবি রাখেননি চিকিৎসকেরা। তা সত্ত্বেও বৈঠকের লাইভ স্ট্রিমিং করা হচ্ছে। তবে বৈঠক শেষেও কাটল না জট। জুনিয়র চিকিৎসকদের আন্দোলন চলবে, হবে ধর্মঘটও। স্বাস্থ্য সচিবের ইস্তফার দাবিতে অনড় আন্দলনকারী ডাক্তাররা। তবে রাজ্যের তরফে যে সেই দাবি মানা হবে না তাও স্পষ্ট করে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা।

ধর্মতলায় জুনিয়র চিকিৎসকেরা 'আমরন অনশন'এ বসেছেন যে ১০ দফার দাবি নিয়ে তার মধ্যে অন্যতম স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগমের অপসারণ। নবান্নে এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন তিনিও। চিকিৎসকেরা বলেন, স্বাস্থ্যসচিবের বিরুদ্ধে তাঁদের একাধিক অভিযোগ রয়েছে। তবে নারায়ণকে অপসারণ তো দূর তাঁকে 'অভিযুক্ত' সম্বোধন করতেও নারাজ মুখ্যমন্ত্রী। এই নিয়ে দু-পক্ষের মধ্যে মত বিরোধ সোমেও অব্যাহত রইল।

বৈঠকে আরও বেশ কিছু দিক মুখ্যমন্ত্রীর সামনে তুলে ধরেন জুনিয়র চিকিৎসকেরা। স্টেট টাস্ক ফোর্সে চিকিৎসকদের সংখ্যা বৃদ্ধির আর্জি জানালেন তাঁরা। রাজ্যের মেডিক্যাল কলেজগুলোর শূন্য পদে দ্রুত নিয়োগের দাবিও তুলে ধরা হয়েছে। বৈঠকে 'থ্রেট কালচার' বা ভয়ের সংস্কৃতির প্রসঙ্গও ওঠে। নাম ওঠে বিরুপাক্ষ এবং অভীকের। যারা মেডিক্যাল কলেজে 'থ্রেট কালচার' চালিয়ে যাওয়ার অন্যতম মাথা। তবে বিরুপাক্ষ এবং অভীকের নাম উঠতেই থামিয়ে দেন মমতা। বৈঠকে তাঁরা যখন উপস্থিত নেই তখন তাঁদের নিয়ে কোন আলোচনা হবে না, স্পষ্ট জানালেন মুখ্যমন্ত্রী। জুনিয়র ডাক্তারদের অভিযোগ, ভয়ের সংস্কৃতির পাশাপাশি মেডিক্যাল কলেজগুলোতে যৌন হেনস্থার ঘটনাও ঘটছে।

এদিকে আরজি কর মেডিক্যালে ৪৭ জনকে সাসপেন্ড করা নিয়ে জবাব চাইছেন মুখ্যমন্ত্রী মমতা (Mamata Banerjee)। অধ্য়ক্ষ কীভাবে তাঁদের সাসপেন্ড করলেন তা জানতে চাইলেন তিনি। বললেন, কোন আলোচনা না করেই সাসপেন্ড কেন? সরকারকে না জানিয়ে, অভিযোগ ক্ষতিয়ে না দেখে কেন সাসপেন্ড করা হল? এটা থ্রেট কালচার নয়? জুনিয়র চিকিৎসকদের তরফে এ প্রসঙ্গে জানানো হয়, কমিটি তদন্ত করেই এই সিদ্ধান্ত নিয়েছে। মমতার পালটা প্রশ্ন, সরকারকে না জানিয়ে ‘অ্যাকাডেমিক’ কাউন্সিল কী ভাবে তৈরি হল? আগামী দিনে তদন্ত করা হবে এই বিষয়টি ন।