Sourav Ganguly Birthday: জন্মদিনের শুভেচ্ছা জানাতে ফুলের তোড়া নিয়ে সৌরভের বাড়িতে হাজির মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়
আজ বাংলা ও বাঙালির গৌরব ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) জন্মদিন। ৪৯-এ পা দিলেন সৌরভ। প্রাক্তন অধিনায়কের জন্মদিনে শুভেচ্ছা (Happy Birthday) বার্তায় উপচে পড়ছে সোশ্যাল মিডিয়া। সৌরভকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে তাঁর বেহালার বাড়িতে পৌঁছে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।
কলকাতা, ৮ জুলাই: আজ বাংলা ও বাঙালির গৌরব ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) জন্মদিন। ৪৯-এ পা দিলেন সৌরভ। প্রাক্তন অধিনায়কের জন্মদিনে শুভেচ্ছা (Happy Birthday) বার্তায় উপচে পড়ছে সোশ্যাল মিডিয়া। সৌরভকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে তাঁর বেহালার বাড়িতে পৌঁছে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।
সংবাদ প্রতিদিনের খবর অনুযায়ী, আজ বিকেল ৫টা নাগাদ সৌরভের বাড়ি পৌঁছন মুখ্যমন্ত্রী। সস্ত্রীক সৌরভ তাঁকে স্বাগত জানান। এরপর বেশ কিছুক্ষণ সৌরভ এবং তাঁর পরিবারের সঙ্গে কথা বলেন মমতা। ফুলের তোড়া সৌরভের হাতে তুলে দেন। উপহারও তুলে দেন। মুখ্যমন্ত্রীকে সিল্কের শাড়ি এবং মিষ্টি উপহার দেন সৌরভের স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়। আরও পড়ুন, ৫০-এ প্রবেশ, চিকেন-মটন ছেড়ে মাছভাতে জন্মদিন উদযাপন মহারাজের
আজ সকলের প্রিয় 'দাদা'-কে শুভেচ্ছা জানাতে শুধু শুভাকাঙ্খী বা অনুরাগী ক্রিকেট ভক্তরাই নন, বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা ক্রিকেটাররাও শুভেচ্ছা জানাচ্ছেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলিকে। শুভেচ্ছা জানিয়েছেন প্রাক্তন ক্রিকেটার সচিন তেন্ডুলকর, বীরেন্দ্র সেহওয়াগ থেকে টিম কলকাতা নাইট রাইডার্স।
আগে হলে আজকের দিনে ফুল, কেক, উপহার নিয়ে ভক্তদের ভিড় লেগে থাকত গাঙ্গুলি বাড়ির সামনে৷ তবে এবার পেয়েছেন উপহার৷ স্ত্রী ডোনা রাত বারোটাতেই ফোন গিফট করেছেন তাঁকে৷ তবে সাদামাটা জীবন যাপনে অভ্যস্ত সৌরভ কখনওই জন্মদিন উপলক্ষে বিরাট উদযাপনে মাতেন না৷ করোনা অতিমারির কারণে এবার তাঁর জন্মদিন আরওই সাদামাটা।