CM Mamata Banerjee: দার্জিলিংয়ে গিয়ে সুখবর পেলেন মুখ্যমন্ত্রী, পরিবারের নতুন সদস্যের নামকরণ করলেন মমতা
বর্তমানে উত্তরবঙ্গ সফরে রয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। তিনদিনের সফরে দার্জিলিংয়ে একাধিক প্রশাসনিক কর্মসূচির মাঝে বুধবার সকালে পদ্মজা নায়ডু জুলজিক্যাল পার্কে (Padmaja Naidu Himalayan Zoological Park) গিয়েছিলেন তিনি। সেখানে ৬ নতুন অতিথির নামকরণ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। এর মধ্যে রয়েছে ২ তুষারচিতা এবং ৪ রেড পান্ডার শাবক। ক্যাপটিভ ব্রিডিংয়ের মাধ্যমে এদের জন্ম হয়। বুধবার সকালে প্রাতঃভ্রমণে বেরিয়ে হাঁটতে হাঁটতে চিড়িয়াখানায় চলে যান তিনি। সেখানে কর্মীদের সঙ্গে কথা বলতে গিয়ে জানতে পারেন এই শাবকদের কথা। তারপরে চিড়িয়াখানায় ঢুকে বাচ্চাদের সঙ্গে দেখা করেন। আপ্লুত হয়ে তাঁদের নামকরণ করেন।
রাহালা ও নাকা নামে দুই তুষারচিতার বাচ্চার জন্ম হয় সম্প্রতি। তাঁদের শাবকদের একজনের নাম রাখা হয় ডার্লিং ও অপরজনের নাম চার্মিং। সবমিলিয়ে তুষারচিতার সংখ্যা বেড়ে হল ১১। অপরদিকে চার লাল পান্ডার নাম রাখা হয় ভিক্টরি, পাহাড়িয়া, হিলি ও ড্রিমি। ফলে এখন লাল পান্ডার সংখ্যা বেড়ে হল ১৯। এই ব্রিডিং সেন্টারে বেশ কয়েকমাস আগেই তুষারচিতা ও রেড পান্ডার জন্ম হয়ছিল।