Mamata Banerjee: মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়িতে দু'ঘণ্টার দীর্ঘ বৈঠক শেষ, জট কাটল কি!
কালীঘাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়ের বাড়িতে দীর্ঘ বৈঠক শেষ হল। কটা দিন ধরে বারবার যেটা হচ্ছিল না, আজ সেটা হল। আন্দোলনরত জুনিয়ার ডাক্তাররা তাঁদের দাবি নিয়ে মুখ্যমন্ত্রী বন্দ্য়োপাধ্যায়ের সঙ্গে আলোচনায় বসলেন।
কলকাতা, ১৬ সেপ্টেম্বর: কালীঘাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়ের বাড়িতে দীর্ঘ বৈঠক শেষ হল। কটা দিন ধরে বারবার যেটা হচ্ছিল না, আজ সেটা হল। আন্দোলনরত জুনিয়ার ডাক্তাররা তাঁদের দাবি নিয়ে মুখ্যমন্ত্রী বন্দ্য়োপাধ্যায়ের সঙ্গে আলোচনায় বসলেন। এদিন নবান্ন থেকে জুনিয়র ডাক্তারদের ইমেল করে কালীঘাটে মমতার বাড়িতে বৈঠক ডাকা হয়। সন্ধ্যায় আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা বাসে চড়ে পৌঁছে যান মুখ্যমন্ত্রীর বাড়িতে। বয়ান লেখার জন্য তাঁদের সঙ্গে ছিলেন দুইজন স্টেনোগ্রাফার। সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত ৮টা ৪০ পর্যন্ত মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়িতে চলে দু পক্ষের মধ্যে বৈঠক। সূত্রের খবর, আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা পাঁচ দফা দাবি থাকা একটি স্মারকলিপি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়ের হাতে তুলে দেন। বৈঠক শেষে মুখ্যসচিবের উপস্থিতিতে দু পক্ষের মধ্যে বৈঠকের কার্যবিবরণী লেখা হয়।
এই বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়ের পাশাপাশি রাজ্য সরকারের তরফ থেকে উপস্থিত ছিলেন রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, মুখ্যসচিব মনোজ পন্থ, স্বরাষ্ট্রসচিব নন্দিনী চক্রবর্তী, ডিজি রাজীব কুমার সহ অন্যান্যরা। আরও পড়ুন-পাশে আছি, কালীঘাটে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের মাঝে জুনিয়র চিকিৎসকদের আশ্বাস মিঠুনের
এদিন সন্ধ্যায় কালীঘাটে পৌঁছে একে একে বাস থেকে নেমে আসতে শুরু করেন আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা। বাস থেকে নেমে সিকিউরিটি চেকিংয়ের পর মুখ্যমন্ত্রীর বাড়িতে প্রবেশ করেন জুনিয়র ডাক্তাররা। প্রসঙ্গত, আজকের বৈঠকের জন্য জুনিয়র ডাক্তারদের ৩০ জনের একটি দল এবং দুজন স্টেনোগ্রাফার পৌঁছে যান কালীঘাটে।