Independence Day 2021: রেড রোডে জাতীয় পতাকা উত্তোলন করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি
দেশের ৭৫তম স্বাধীনতা দিবসে রেড রোডে জাতীয় পতাকা উত্তোলন করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। কোভিড বিধি মেনে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে রেড রোডে পালিত হয় স্বাধীনতা দিবস।
কলকাতা, ১৫ অগাস্ট: দেশের ৭৫তম স্বাধীনতা দিবসে রেড রোডে জাতীয় পতাকা উত্তোলন করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। কোভিড বিধি মেনে বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে রেড রোডে পালিত হয় দেশের ৭৫তম স্বাধীনতা দিবস। এর আগে দেশকে ৭৫তম স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।
স্বাধীনতা দিবসের সকালে মমতা টুইটারে লেখেন, ''৭৫তম স্বাধীনতা দিবসে আমাদের সবাইকে যারা আমাদের স্বাধীনতাকে কণ্ঠরোধ করতে চাইছে তাদের বিরুদ্ধে এক হয়ে আমাদের স্বরকে আরও শক্তিশালী করার সময় এসেছে। আমাদের কখনই ভোলা উচিত হবে না যারা এই দিনটার জন্য দীর্ঘ এবং কঠিন লড়াইয়ের জন্য নিজেদের জীবনকে বাজি রেখেছিল। আমার প্রত্যেক ভাই-বোনেদের জানাই উষ্ণ অভিনন্দন। জয় হিন্দ!"
এদিকে, আজ ৭৫ তম স্বাধীনতা দিবস। করোনা আবহে কড়া নিরাপত্তার মধ্যে দেশজুড়ে পালিত হচ্ছে দিনটি। সকাল সাড়ে ৭টায় লালকেল্লায় পতাকা উত্তোলনের পর ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অনুষ্ঠানে অংশ নেবেন অলিম্পিকে স্বর্ণপদক জয়ী নীরজ চোপড়া-সহ ৩২ জন ক্রীড়াবিদ। এই প্রথমবার স্বাধীনতা দিবসে লালকেল্লার অনুষ্ঠানে পুষ্পবৃষ্টি করবে বায়ুসেনার হেলিকপ্টার।