Mamata Banerjee: পয়লা জানুয়ারি রাজ্য জুড়ে পালিত হবে ছাত্র দিবস, ঘোষণা মুখ্যমন্ত্রীর
১২ জানুয়ারি যুব দিবস, কন্যাশ্রী দিবস পালন করা হয়। ছাত্রদের জন্য নির্ধারিত কোনও দিন নেই। সেই কারণে এবার থেকে বছরের প্রথম দিনটিকে ছাত্র দিবস হিসেবে পালন করা হবে বলে জানান মমতা বন্দ্যোপাধ্যায়।
কলকাতা, ১৭ নভেম্বর: এবার থেকে ১ জানুয়ারি রাজ্যজুড়ে (West Bengal) পালন করা হবে 'স্টুডেন্টস ডে' (Students Day)অর্থাৎ ছাত্র দিবস। উত্তর ২৪ পরগণায় প্রশাসনিক বৈঠকে হাজির হয়ে এমনই জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মুখ্যমন্ত্রী জানান, বছরের প্রথম দিনটিকে এবার থেকে ছাত্র দিবস হিসেবে পালন করা হবে। বছরের প্রথম দিনটিকে পড়ুয়াদের জন্য উৎসর্গ করা হচ্ছে। ১২ জানুয়ারি যুব দিবস, কন্যাশ্রী দিবস পালন করা হয়। ছাত্রদের জন্য নির্ধারিত কোনও দিন নেই। সেই কারণে এবার থেকে বছরের প্রথম দিনটিকে ছাত্র দিবস হিসেবে পালন করা হবে বলে জানান মমতা বন্দ্যোপাধ্যায়।
এসবের পাশাপাশি আগামী ২০ নভেম্বর ছাত্র মেলার আয়োজন করা হবে বলে জানান মুখ্যমন্ত্রী। শুধু তাই নয়, রাজ্যের পড়ুয়াদের সুবিধার্থে এক মাস পরপর ছাত্র মেলার আয়োজন করা হোক বলেও পরামর্শ দেন মমতা বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন: BSF: বিএসএফের এক্তিয়ার বৃদ্ধি নিয়ে জোর তরজা বাংলা জুড়ে, মুখ খুললেন আধা সেনার আধিকারিক
বুধবার উত্তর ২৪ পগণায় প্রশাসনিক বৈঠকে হাজির হয়ে ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়। পুরসভার কাজে অসন্তোষ প্রকাশ করে মুখ্যমন্ত্রী বলেন, এবার থেকে ভাল কাজ করলে পুরস্কার। কাজে সন্তুষ্টি না এলে, তাঁদের নিয়ে ভেবে দেখতে হবে বলেও জানান মমতা বন্দ্যোপাধ্যায়।
পাশাপাশি মানুষের সুবিধা, অসুবিধার কথা শুনতে হবে। তাঁদের জন্য সব সময় ফোন খোলা রাখতে হবে বলেও জানান মুখ্যমন্ত্রী।