Jagdeep Dhankhar: রাজ্যের আইনশৃঙ্খলা ফিরিয়ে আনতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করার আহ্বান রাজ্যপাল জগদীপ ধনখরের

দিন দুয়েক আগেই রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে নালিশ জানিয়েছিলেন রাজ্যপাল জগদীপ ধনখর। এবার সেই একই ইস্যুতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করার ইচ্ছেপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বুধবার মুখ্যমন্ত্রী মমতা ব্য়ানার্জির উদ্দেশে টুইট করে রাজ্যপাল জানান, "সংবিধানের ভিত্তিতে যারা কাজ করেন, তারা বাচ্চাদের গ্লাভসও পরেন না কিংবা কাদামাটিতে পা-ও রাখেন না। তবে আশা করা যায়, জনগণের স্বার্থে সমস্ত সমস্যা মিটিয়ে একসঙ্গে কাজ করার ক্ষেত্রে আপনি সম্মতি জানাবেন।"

রাজ্যপাল জগদীপ ধনখর (Photo Credits: PTI)

কলকাতা, ২২ জুলাই: দিন দুয়েক আগেই রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে নালিশ জানিয়েছিলেন রাজ্যপাল জগদীপ ধনখর। এবার সেই একই ইস্যুতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করার ইচ্ছেপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বুধবার মুখ্যমন্ত্রী মমতা ব্য়ানার্জির উদ্দেশে টুইট করে রাজ্যপাল জানান, "সংবিধানের ভিত্তিতে যারা কাজ করেন, তারা বাচ্চাদের গ্লাভসও পরেন না কিংবা কাদামাটিতে পা-ও রাখেন না। তবে আশা করা যায়, জনগণের স্বার্থে সমস্ত সমস্যা মিটিয়ে একসঙ্গে কাজ করার ক্ষেত্রে আপনি সম্মতি জানাবেন।"

রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে কিছুদিন আগেই ক্ষোভ উগরে দিয়েছিলেন রাজ্যপাল জগদীপ ধনখর। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে রাজ্যের বিশৃঙ্খল পরিস্থিতি নিয়ে অভিযোগ জানান তিনি। হেমতাবাদের বিজেপি বিধায়ক দেবেন্দ্রনাথ রায়ের মৃত্যুর পর ক্রমাগত রাজ্য সরকারের বিরুদ্ধে একাধিক ইস্যুতে ক্ষোভ প্রকাশ করেছিলেন জগদীপ। তবে ২১ জুলাইয়ের ভার্চুয়াল মঞ্চে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির জোরাল আক্রমণের পর কিছুটা হলেও থমকে যান রাজ্যপাল। মমতা নাম না করেই রাজ্যপালকে আক্রমণ করেন। মুখ্যমন্ত্রী দাবি করেছিলেন, 'বাংলায় আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলছেন। উত্তরপ্রদেশের পরিস্থিতি গিয়ে দেখে আসুন। একের পর এক এনকাউন্টারের খবর।' এর পাশাপাশি হেমতাবাদের বিধায়কের মৃত্যুর সঠিক কারণ খুঁজতে যথাযথ তদন্তেরও আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।