RG Kar Hospital Incident: একি কাণ্ড, আদালত চত্বরেই ফ্লাইং কিস ছুড়লেন আরজি কাণ্ডের প্রধান অভিযুক্ত সঞ্জয় রায়

আরজি কর কাণ্ডের অন্যতম প্রধান অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়প্রায় প্রতিদিনই কোনও না কোনও কাণ্ড আদালত চত্বরে ঘটিয়ে চলেছেন।

Sanjay Roy (Photo Credit: X)

আরজি কর কাণ্ডের অন্যতম প্রধান অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায় (Sanjay Roy) প্রায় প্রতিদিনই কোনও না কোনও কাণ্ড আদালত চত্বরে ঘটিয়ে চলেছেন। এতদিন নিজেকে নির্দোষ বলে দাবি করে এসেছিলেন। সেই সঙ্গে তাঁকে দোষী বানানোর জন্য প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত গোয়েলকেই কাঠগড়ায় তুলেছিলেন। বুধবার আবার আরও এক কীর্তি  ঘটালেন তিনি। এবার আদালত চত্বরেই সাংবাদিকদের উদ্দেশ্যে ফ্লাইং কিং ছড়ালেন তিনি। জানা যাচ্ছে, এদিন প্রিজন ভ্যানের থেকেও ছোট একটি গাড়িতে আটোসাঁটো নিরাপত্তায় শিয়ালদহ কোর্টে আনা হয়ছিল তাঁকে। কড়া নিরাপত্তায় থাকায় জন্য কোনও সাংবাদিকদের সঙ্গেই কথায় হয়নি তাঁর। ফলে তাঁদের উদ্দেশ্য ফ্লাইং কিস ছোড়ে সঞ্জয়।

প্রসঙ্গত, কয়েকদিন আগে আদালক চত্বরে নিজেকে নির্দোষ বলে দাবি করেছিল সঞ্জয়। তিনি বলেছিললেন, আমি ধর্ষণ বা খুন কিছুই করিনি। সরকার ইচ্ছে করে আমাকে ফাঁসাচ্ছে। যান আসল অভিযুক্তকে ঘরুন। এমনকী আদালতের মধ্যে বিচারকদের বলেছিলেন, আমি কিছু করিনি। আমাকে জোড় করে ফাঁসানো হচ্ছে।



@endif