CISF Jawan Commits Suicide: সার্ভিস রিভলবার থেকে গুলি চালিয়ে আত্মঘাতী জওয়ান

সার্ভিস রিভরবার থেকে গুলি চালিয়ে আত্মঘাতী (Suicide) সিআইএসএফ জওয়ান (CISF Jawan)। মুর্শিদাবাদের (Murshidabad) ফরাক্কার (Farakka) ঘটনা। মৃত জওয়ানের নাম রামকুমার সিং। তাঁর বাড়ি বিহারের বেগুসরাইয়ের বারাউনিতে। তিনি ফারাক্কার এনটিপিসি-তে পোস্টিং ছিলেন।

Representational Image (Photo Credits: ANI)

ফারাক্কা, ১৯ জুন: সার্ভিস রিভরবার থেকে গুলি চালিয়ে আত্মঘাতী (Suicide) সিআইএসএফ জওয়ান (CISF Jawan)। মুর্শিদাবাদের (Murshidabad) ফরাক্কার (Farakka) ঘটনা। মৃত জওয়ানের নাম রামকুমার সিং। তাঁর বাড়ি বিহারের বেগুসরাইয়ের বারাউনিতে। তিনি ফারাক্কার এনটিপিসি-তে পোস্টিং ছিলেন।

আজ সকালে ফারাক্কার এনটিপিসি-র ২ নম্বর গেটে ডিউটিতে ছিলেন রামকুমার সিং। আচমকাই সার্ভিস রিভলবার থেকে গুলি চালিয়ে তিনি আত্মঘাতী হন। আরও পড়ুন: Abhishek Banerjee: ডায়মন্ড হারবারে নি:শব্দ বিপ্লবের দাবি করে আট বছর পূর্তির ধন্যবাদ সাংসদ অভিষেকের

পুলিশ জানিয়েছে, কী কারণে ওই জওয়ান আত্মঘাতী হলেন, তা জানার চেষ্টা চলছে। মামলা রুজু করে তদন্ত শুরু করা হয়েছে। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে।