Junior Doctors Protest: ৯০ শতাংশ কাজ হয়ে যাবে, জুনিয়র চিকিৎসকদের অনশন তুলে কাজে ফেরার বার্তা জুনিয়র চিকিৎসকদের

অবশেষে জুনিয়র চিকিৎসকদের অনশন প্রসঙ্গে মন্তব্য করল রাজ্য সরকার। পুজোর মরসুমে কার্যত চিকিৎসকদের আন্দোলনকে দেখেও না দেখার ভান করছিল তৃণমূল সরকার।

Nabanna (Photo Credits: Wikimedia)

অবশেষে জুনিয়র চিকিৎসকদের (Junior Doctors) অনশন প্রসঙ্গে মন্তব্য করল রাজ্য সরকার। পুজোর মরসুমে কার্যত চিকিৎসকদের আন্দোলনকে (Protest) দেখেও না দেখার ভান করছিল তৃণমূল সরকার। কিন্তু অনশনে গত কয়েকদিন ধরে চলা এই অনশন থেকে বেশি সময় ধরে মুখ ফিরিয়ে থাকতে পারল না নবান্ন। অবশেষে সোমবার রাতে রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ চিকিৎসকদের কয়েকটি দাবি মেনে নেওয়ার কথা জানান। সেই সঙ্গে এও জানালেোন যে যা হবে তা সবই সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে হবে। তিনি বলেন, হাসপাতালগুলিতে ক্লোজ সার্কিট ক্যামেরা বসানোর কাজ শুরু হয়েছে। ১০ তারিখের মধ্যে ৯০ শতাংশ কাজ শেষ হয়ে যাবে। এছাড়া রাত্তিরের সাথি প্রকল্পের জন্য ১১৩ কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার। এদিন এমনটাই ঘোষণা করলেন মুখ্যসচিব।

একইসঙ্গে জুনিয়র চিকিৎসকরা রোগীদের জন্য যে রেফারেল সিস্টেম চালু করার দাবি ডানিয়েছিল সেই নিয়েও কাজ শুরু হচ্ছে বলে জানানো হয় নবান্নর তরফ থেকে। মনোজ বলেন, ১ নভেম্বর থেকে রাজ্যের প্রতিটি হাসপাতালে এটি চালু হয়ে যাবে। আগামী ১৫ অক্টোবর থেকে রেফারেল সিস্টেমের একটি পাইলট প্রজেক্ট চালু হবে। ১ নভেম্বর থেকে এটি চালু করতে বদ্ধ পরিকর রাজ্য সরকার। এছাড়া প্যানিক বটনের কাজ ১ নভেম্বর থেকেই শুরু হবে বলে জানিয়েছেন তিনি।

প্রসঙ্গত, পূর্ব ঘোষণা অনুযায়ী আজ অর্থাৎ পঞ্চমী থেকে রাজ্য জুড়ে প্রতিকী অনশনে বসবেন জুনিয়র চিকিৎসকেরা। সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত হওয়া এই অনশনে থাকবেন সিনিয়র চিকিৎসক ও নার্সরাও। সোমবার এই অনশনের ঘোষণা হওয়ার কিছু পরেই সাংবাদিক সম্মেলন করেন মনোজ পন্থ। সেখানেই তিনি এই ঘোষণাগুলির পাশাপাশি জুনিয়র চিকিৎসকদের অনশন তুলে নিয়ে কাজে ফেরার জন্য আবেদন করেছিলেন।