Ravi Shankar Prasad: কলকাতায় এসেই কী বললেন বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিমের প্রধান রবিশঙ্কর প্রসাদ! ভিডিয়োতে শুনুন তাঁর বক্তব্য

পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হওয়ার পর থেকে রাজ্যজুড়ে ছড়িয়ে পড়া হিংসায় ৪৩ জন মানুষের মৃত্যু হয়েছে। গত শনিবার শুধু ভোটের দিনই মারা গেছেন ১৫ জন। আর গতকাল মঙ্গলবার ভোটগণনার সময় চারজনের মৃত্যু হয়।

Photo Credits: ANI

কলকাতা: পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচনের (WB Panchayat Election 2023) দিনক্ষণ ঘোষণা হওয়ার পর থেকে রাজ্যজুড়ে ছড়িয়ে পড়া হিংসায় (violence) ৪৩ জন মানুষের মৃত্যু (death) হয়েছে। গত শনিবার শুধু ভোটের দিনই মারা গেছেন ১৫ জন। আর গতকাল মঙ্গলবার ভোটগণনার সময় চারজনের মৃত্যু হয়। এই নিয়ে রাজ্য নির্বাচন কমিশন ও শাসকদল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বিরোধীরা যখন অভিযোগের আঙুল তুলছে তখনই দিল্লি (Delhi) থেকে রাজ্যে এসে পৌঁছেছে বিজেপির চার সদস্যের ফ্যাক্ট ফাইন্ডিং টিম (BJP's fact-finding team)। পশ্চিমবঙ্গের যে জেলা ও এলাকাগুলিতে সন্ত্রাসের ফলে খুন হয়েছে এবং রক্ত ঝড়েছে সেখানে পরিস্থিতি খতিয়ে দেখতে যাবে তারা।

তার ঠিক আগে এই টিমের প্রধান ও বর্ষীয়ান বিজেপি নেতা রবিশঙ্কর প্রসাদ (Ravi Shankar Prasad) বলেন, "আমি আশা করি (hope) মমতাজি (Mamata ji) আমাদের চারজন সাংসদকে পশ্চিমবঙ্গের (West Bengal) হিংসা-কবলিত এলাকাগুলিতে (violence-affected areas) যেতে দেবেন। মমতাজি আপনার গণতান্ত্রিক বিশ্বাসযোগ্যতা (democratic credentials) আবার একবার পরীক্ষার (test) মুখে। আমরা সংসদের প্রবীণ সদস্য এবং আমাদের ওই এলাকাগুলিতে গিয়ে সমস্ত জিনিস খতিয়ে দেখার অধিকার রয়েছে।"

দেখুন ভিডিয়ো:

বুধবার সকালে দমদম বিমানবন্দরে এসে পৌঁছনোর পর বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার (JP Nadda) নির্দেশেই যে তাঁরা পশ্চিমবঙ্গের পরিস্থিতি খতিয়ে দেখতে এসেছেন তা জানান রবিশঙ্কর প্রসাদ। এপ্রসঙ্গে বলেন, "পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গে যে হিংসার ঘটনা ঘটেছে তা অত্যন্ত দুর্ভাগ্যজনক। আমাদের দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাজির নির্দেশে আমরা রাজ্যের পরিস্থিতি খতিয়ে দেখতে এসেছি। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে গিয়ে সেখানকার পরিস্থিতি খতিয়ে দেখব। তারপর এই বিষয়ে বিস্তারিত রিপোর্ট পেশ করা হবে সর্বভারতীয় সভাপতির কাছে।" আরও পড়ুন: Bhangar: বাজেয়াপ্ত হওয়া দেশীয় বোমা নিষ্ক্রিয় করল বম্ব স্কোয়াড, দেখুন ভাঙড়ের ভিডিয়ো